
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
শুভব্রত মুখার্জি
৩রা অগস্ট ভোর ভোর ঘুম চোখেই সকাল ৭ টার সময় গোটা ভারত চোখ রাখবে টেলিভিশনের পর্দায়। ১৯৮০ সালের পরে ফের একবার ভারতীয় পুরুষ হকি দলের সামনে সুযোগ রয়েছে বেলজিয়ামকে হারিয়ে ৪১ বছর বাদে গেমসের পুরুষ হকির ফাইনালে পৌছানোর সুবর্ণ সুযোগ থাকছে। তবে বেলজিয়ামের বিরুদ্ধে লড়াইটা একেবারেই সহজ হবে না। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার পরেই বিশ্ব ক্রমতালিকায় ২ নম্বরে রয়েছে বেলজিয়াম। এই বেলজিয়ামের কাছে হেরেই রিও গেমস থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। ফলে কাজটা পিআর শ্রীজেশদের পক্ষে মোটেও সহজ হবে না। আজকে অজিদের বিরুদ্ধে রানিদের জয় অবশ্য গ্রাহাম রিডের ছেলেদের বাড়তি 'অক্সিজেন' জোগাবে, তা বলাই বাহুল্য।
এ দিকে মঙ্গলবার কুস্তিতে নামছেন ভারতীয় মহিলা কুস্তিগীর সোনম মালিক। এছাড়াও নামছেন শটপাটার তাজিন্দরপাল সিং তুর। মহিলা জ্যাভলিনে নামছেন অন্নু রানি। আসুন একনজরে দেখে নিন কাল টোকিও গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সূচি :-
হকি :-
সকাল ৭টা, ভারতীয় পুরুষ হকি দল বনাম বেলজিয়াম পুরুষ হকি দল।
অ্যাথলেটিক্স :-
সকাল ৫:৫০, মহিলা জ্যাভলিন কোয়ালিফিকেশন ,অন্নু রানি
বিকেল ৩:৪৫, পুরুষ শটপাট , কোয়ালিফিকেশন তাজিন্দরপাল সিং তুর
কুস্তি :-
৬২ কেজি মহিলা ফ্রিস্টাইল,সোনম মালিক বনাম বোলরতুয়া খুরেলখু। কোয়ালিফাইং করলে কালকেই কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus