সোমবারই উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ইতালির টেনিস তারকা জ্যানিক সিনার। তাঁকে প্রায় হারিয়েই দিয়েছিলেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। কিন্তু প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ তিনি শেষ করতে পারেননি। চোটের জন্য খেলায় দুই সেটে এগিয়ে থাকা অবস্থাতেও দিমিত্রভকে অবসর ঘোষণা করতে হয়। সিনারের হাতের কনুইয়ে আগেই চোট ছিল।
প্রতিযোগিতার শুরুর দিকে জ্য়ানিক সিনার ঘাসের কোর্টে খুব বাজে ভাবে পড়ে যান এবং তাঁর ডানহাতের কনুইয়ে চোট লেগেছিল। সেই সময় মেডিক্যাল টিম সাহায্য করলেও পরে তাঁকে ফোরহ্যান্ড শট বা সার্ভের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয়েছিল, কারণ এটাই তাঁর মূলত প্লেয়িং হ্যান্ড। ম্যাচ শেষে সিনার বলেওছিলেন, ‘খুব বাজেভাবেই পড়ে গেছি। আমি ভিডিয়োটা দেখেছি, মনে হচ্ছিল না যে খুব বাজেভাবে পড়েছি। কিন্তু আমার অসুবিধাই হয়েছে খেলতে। দেখা যাক কি হয় ’।
সম্প্রতি ব্যক্তিগত ফিজিও থেরাপিস্ট এবং ট্রেনরের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। সিনার আপাতত এটিপির টুর ফিজিওদের সঙ্গেই কাজ করছেন। তাঁর হাতে ইতিমধ্যেই এমআরআই করতে দেওয়া হয়েছে। সেই রিপোর্ট আসার পরই চিকিৎসক দল সিদ্ধান্ত নেবে উইম্বলডনে তাঁর ভবিষ্যৎ নিয়ে, সেকথা নিজেই জানিয়েছেন সিনার। কোয়ার্টার ফাইনালে বিশ্বের দশ নম্বর বেন শেল্টনের মুখোমুখি হওয়ার কথা সিনারের। এই দুই খেলোয়াড়ের সাক্ষাৎে পাঁচবারই জিতেছেন সিনার, ১বার শেল্টন। এটি তাঁদের সপ্তম সাক্ষাৎ হতে চলেছে।
সাম্প্রতিক সময়ে টেনিস বিশ্বের সব থেকে আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম হচ্ছেন জ্যানিক সিনার। কার্লোস আলকারাজ এবং সিনার মিলিয়েই শেষ কয়েকটি গ্র্যান্ডস্লামে টানা দাপট দেখিয়ে গেছেন। তাঁদের দুর্দান্ত উত্থানের জেরেই নোভাক জকোভিচের ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন একপ্রকার থমকে গেছে। শেষ বছর খানেক ধরে চেষ্টা করলেও সিনার এবং আলকারাজের দৌরাত্ম্যে জোকারের আর টেনিস বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক হয়ে ওঠা উঠছে না। সিনার এবং জকোভিচ এবারে উইম্বলডনের সেমিফাইনালেও মুখোমুখি হয়ে যেতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।