বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL ফাইনালের আগেই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে লেখা ‘CSK রানার্স’, নেটিজেনদের প্রশ্ন, তবে কি ফলাফল আগে থেকেই নির্ধারিত?
পরবর্তী খবর
IPL ফাইনালের আগেই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে লেখা ‘CSK রানার্স’, নেটিজেনদের প্রশ্ন, তবে কি ফলাফল আগে থেকেই নির্ধারিত?
Chennai super Kings vs Gujarat Titans IPL 2023 Final: ম্যাচ শুরুই হয়নি, আগে থেকেই দেখানো হচ্ছে চেন্নাই সুপার কিংস রানার-আপ। গড়াপেটার তত্ত্ব সামনে আনতে সময় নষ্ট করেনি নেটিজেনদের একাংশ।
জায়ান্ট স্ত্রিনের এই বার্তাই সংশয় তৈরি করে নেটিজেনদের মনে। ছবি- টুইটার।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি ছোট্ট বার্তা, তাতেই নড়চড়ে বসেন ক্রিকেটপ্রেমীরা। নেটিজেনদের মধ্যে তুমুল আলোড়ন দেখা দেয় তাতেই। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচের ফলাফল আগে থেকেই নির্ধারিত?
আসলে ম্যাচ শুরুর আগেই মোতেরার জায়ান্টস স্ক্রিনে লেখা দেখা যায়, চেন্নাই সুপার কিংস রানার্স। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় জোর আলোচনা। এক টুইটার ব্যবহারকারী প্রতিক্রিয়ায় লেখেন, ‘যখন সিনেমার ট্রেলারের বদলে ক্লাইম্যাক্সটাই ভুল করে আপলোড করে ফেলা হয়।’
নেটিজেনদের একাংশ অবশ্য ম্যাচ নিয়ে গড়াপেটার তত্ত্ব সামনে আনতে বিশেষ সময় নষ্ট করেনি। অনেকের দাবি, চেন্নাই রানার্স হবে এটা আগে থেকেই নির্ধারিত। সুতরাং, গড়াপেটার তত্ত্ব উড়িয়ে দেওয়া যায় না।
যদিও আসল সত্যটা অন্য কিছু হওয়ার সম্ভবনাই বেশি। কেননা প্রতি ম্যাচের আগেই স্ক্রিন পরীক্ষার সময় এমন সব বার্তা ফুটিয়ে তোলা হয়। আগে থেকেই প্রস্তুত রাখা হয় সম্ভাব্য সব ধরনের বার্তা। তেমনই একটি বার্তাই সম্ভবত ফুটে ওঠে জায়ান্ট স্ক্রিনে।
এরই মাঝে একজন মজাদার প্রতিক্রিয়া জানান টুইটারে। তিনি লেখেন, ‘এবার এই বার্তাকে ভুল প্রমাণ করতে চেন্নাই ফের আইপিএল চ্যাম্পিয়ন হবে।’ কারও মত, ড্যামেজ কন্ট্রোলের জন্যই এবার চেন্নাইকে চ্যাম্পিয়ন হতে হবে।
আরও একজন এই প্রসঙ্গে যুক্তিপূর্ণ মন্তব্য করেন। তাঁর দাবি, চেন্নাই যদি এর পর ফাইনালে হেরে যায়, তবে লোকে বলবে আইপিএলে আগে থেকেই সব ঠিক করা থাকে। ক্রিকেটপ্রেমীদের শুধু বোকা বানানো হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।