আইপিএল ২০২০ সালে ব্যাট হাতে প্রথম ম্যাচে ব্যর্থতার পরে বেশ কয়েক ম্যাচ বেঞ্চে কাটানোর পরে ফের প্রথম একাদশে ফিরে এসেই একের পর এক দুরন্ত ইনিংস খেলে হায়দরাবাদ দলকে পরপর কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছিলেন বাংলার রঞ্জি খেলোয়াড় তথা সমর্থকদের আদরের 'পাপালি' ঋদ্ধিমান সাহা। তারপরে হঠাৎ করেই ছন্দপতন।
এলিমিনেটর ওয়ান বা কোয়ালিফায়ার এর মত গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে ঋদ্ধিমান সাহার অনুপস্থিতি অনেক প্রশ্ন তুলে দেয়। কেন এত ভাল পারফরমেন্স করার পরেও দলে নেই তিনি তা নিয়ে প্রশ্ন ওঠে। বিপদসঙ্কেত তখনই পাওয়া গেছিল। আর তাতেই সিলমোহর লাগালেন হায়দরাবাদ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
ওয়ার্নার জানিয়ে দিলেন ঋদ্ধির হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট শুধু নয় তার হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে। ফলে আসন্ন অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে তিনি থাকলেও তাঁকে পাওয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। দিল্লির বিরুদ্ধে ব্যাট করার সময় সাহা তাঁর পেশি বেশি স্ট্রেচ করে চোটগ্রস্ত হন।
যদিও তারপরে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন তিনি। রবিবাসরীয় সন্ধ্যায় দিল্লির বিরুদ্ধে ম্যাচে টসের সময় ওয়ার্নার জানিয়ে দেন সাহার হ্যামস্ট্রিং ছিঁড়েছে। কিন্তু চোটের গভীরতা নিয়ে তিনি কিছু বলতে পারেননি। তবে মনে করা হচ্ছে এটি গ্রেড ওয়ান টিয়ার। যদি তাই হয় তাহলে ৪ সপ্তাহের বিশ্রাম এবং রিহ্যাবের পরেই মাঠে ফিরতে পারবেন সাহা। সেক্ষেত্রে ১৭ ই ডিসেম্বর অ্যাডিলেডে তার প্রথম টেস্ট খেলায় কোন বাধা থাকবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।