
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বিমানে চড়ার আগে লাইনে দাঁড়িয়ে আছেন সকলে। চেক ইন করার প্রক্রিয়া চলছে। এই সময়েই হঠাৎ দেখা গেল এক ব্যক্তিকে, একটু অন্যরকম অবতারে। কারণ তিনি একা নেই, তার সঙ্গে রয়েছে একটি বাজপাখি। হাতের উপর পাখিটিকে বসিয়েই চেক ইন লাইনে ধীর গতিতে এগিয়ে চলেছেন তিনি। পাশের একজন কৌতুহলবশত জিজ্ঞেস করলেন, বাজপাখিটা ‘আপনার সঙ্গে যাবে নাকি মশাই?’ লোকটির সহাস্য উত্তর, ‘হ্যাঁ, পাখিটি আমাদের সঙ্গে প্লেন চড়বে!’
আরও পড়ুন - অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত ধনকুবের বিল গেটস, কী এই রোগ? কেন হয়, কী চিকিৎসা
নেট দুনিয়ার দৌলতে নানারকম ভিডিয়োই আমাদের সামনে আসে। সম্প্রতি এমনই ভিডিয়োই ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, আরবের ঐতিহ্যবাহী পোশাক পরে রয়েছেন এক ব্যক্তি। তার হাতের উপর বসে রয়েছে বাজপাখিটি। এক ব্যক্তি তাকে গিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, হ্যাঁ পাখিটি আমাদের সঙ্গেই প্লেনে চড়ে যাবে। ব্যক্তিটি প্রশ্ন করার সময় তাঁর দিকে ঘুরে তাকায় বাজপাখিটি। চোখে বিস্ময় বা হয়তো প্রশ্ন — ‘কেন আমি যেতে পারি না?’
আরও পড়ুন - সিন্ধুর জল যাচ্ছে না, 'চিন্তায়' পাক সুন্দরী হানিয়াকে জলের বোতল পাঠালেন ভারতীয়!
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিয়োতে বাজপাখির মনিব বলেন, পাখিটির পাসপোর্টও করানো রয়েছে। এই কথাটা শুনে যারপরনাই অবাক হয়ে যান ইংরেজিভাষী ব্যক্তিটি। তিনি বলেন, তাই নাকি! তখন ওই আরবীয় ব্যক্তিটি পাসপোর্ট ডেস্কের অপরদিকে থাকা ব্যক্তির হাত থেকে পাসপোর্টটি নিয়ে তাঁকে দেখান। মরক্কো যাচ্ছিল পাখি ও তার মনিব। ভিডিয়োতেও সেই পাসপোর্টের কিছু ঝলক দেখানো হয়। দেখা যায়, তাতে লেখা, ফ্যালকন পাসপোর্ট। অর্থাৎ বাজপাখির পাসপোর্ট! ভিতরের পাতায় পাখির বিজ্ঞানসম্মত নামসহ আরও তথ্য লেখা রয়েছে দেখা যায়। দেখা যায়, তার লিঙ্গও লেখা। ভিডিয়োতে থাকা বাজপাখিটি ছিল পুরুষ।
ভিডিয়োটি খুব স্বাভাবিকভাবেই ভাইরাল নেটদুনিয়ায়। নেটিজেনরাও নানা মজাদার কমেন্ট করেছেন ভিডিয়োতে। কেউ লিখেছেন, ‘আজকালকার দিনে চাইলে সবকিছু হয়।’ কেউ আবার লিখেছেন, ‘অতদূর উড়ে যেতে পাখিটার কষ্ট হবে, তাই তার জন্য বিমানের ব্যবস্থা করেছেন তার মনিব।’
৳7,777 IPL 2025 Sports Bonus