তিন ম্যাচের সিরিজের প্রথম ওডিআইতে দুর্দান্ত জয়ের পরে, টিম ইন্ডিয়া বৃহস্পতিবার লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে। ভারত প্রথম ওয়ানডেতে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। ১০ উইকেটে বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া।
জসপ্রীত বুমরাহের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ১১০ রানে অল-আউট হয়ে যায়। ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন বুমরাহ। এর পরে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ওপেন করতে নেমে জয় ছিনিয়ে নেন। রোহিত ৭৬ করে অপরাজিত ছিলেন। আর শিখর অপরাজিত ৩১ রান করেছিলেন। দ্বিতীয় ওয়ানডে-তে সিরিজ বাঁচাতে ইংল্যান্ডকে মরিয়া হয়ে লড়াই করতে হবে। তবে ভারত চাইবে, আজ বৃহস্পতিবার ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলতে।
আরও পড়ুন: ‘সচিন-রাহুল-আমিও এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি’, কোহলির পাশে দাঁড়ালেন সৌরভ
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচ কবে খেলা হবে?
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই হবে ১৪ জুলাই, বৃহস্পতিবার।
কোথায় ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলা হবে?
লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচ।
আরও পড়ুন: ঝোড়ো অর্ধশতরান করে নয়া রেকর্ড রোহিতের, পিছনে ফেললেন কোহলি-দ্রাবিড়কে
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই কখন হবে?
ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওডিআই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে বিকেল সাড়ে পাঁচটায়।
কোন টিভি চ্যানেল ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচটি সম্প্রচারিত হবে?
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচ সনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে।
ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচটি SonyLiv-এ সরাসরি সম্প্রচার করা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।