এজবাস্টন টেস্টে আত্মতুষ্টির মাশুল দিতে হতে পারে ভারতকে। প্রথম তিন দিনে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার পরে চতুর্থ দিনে নিজেদের দোষেই ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখান থেকে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে। শেষ দিনে জসপ্রীত বুমরাহরা অভাবনীয় কিছু করে না দেখালে প্রথম সেশনেই এজবাস্টন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারে ইংল্যান্ড।
তবে পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। এর আগে ভারতীয় দল কখনও ৩৫০-এর উপর রানের লক্ষ্য দিয়ে হারেনি। আর ইংল্যান্ড ৩৫৯-এর বেশি রান তাড়া করে কখনও জেতেনি। তারা সবচেয়ে বেশি ৩৫৯ রান তাড়া করে জিতেছে। তবে আজ মঙ্গলবার কি সব হিসেব বদলে যাওয়ার দিন? তৈরি হবে নয়া রেকর্ড? সময়ই এর উত্তর দেবে। তবে এই টেস্টে পাল্লা ভারী ইংল্যান্ডেরই।
আরও পড়ুন: ‘ভারত যাই রান করুক, সেটা তাড়া করে জিতবই’,সোজাসাপ্টা দাবি বেয়ারস্টোর
তৃতীয় দিনের শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করেছিল। হাতে ছিল ৭টি উইকেট। সেখান থেকে চতুর্থ দিনে ভারতীয় দল অল-আউট হয়ে যায় ২৪৫ রানে। অর্থাৎ ১২০ রানে বাকি ৭ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: দু'জন বিশ্বমানের সিমার রয়েছে, ম্যাচে ফিরতে পারে ভারত- আশা মঞ্জরেকরের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।