বাংলা নিউজ > ময়দান > Valentines Day 2025: গোপনে ডেটিং, রিকশায় চড়ে হাতে হাত রেখে ঘোরা- সাইনা-কাশ্যপের প্রেম যেন ঠিক ছায়াছবির মতো
পরবর্তী খবর
Valentines Day 2025: গোপনে ডেটিং, রিকশায় চড়ে হাতে হাত রেখে ঘোরা- সাইনা-কাশ্যপের প্রেম যেন ঠিক ছায়াছবির মতো
1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2025, 02:18 PM ISTTania Roy
গোপনে ডেটিং করা, সিঁড়িতে দেখা, প্রায় পাঁচ বছর ধরে একসাথে রিকশায় চড়ে হাতে হাত রেখে শপথ বিনিময়- ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল এবং পারুপল্লী কাশ্যপের প্রেমের গল্প যেন একেবারে চলচ্চিত্রের মতোই।
Ad
গোপনে ডেটিং, রিকশায় চড়ে হাতে হাত রেখে ঘোরা- সাইনা-কাশ্যপের প্রেম যেন ঠিক ছায়াছবির মতো।
গোপনে ডেটিং করা, সিঁড়িতে দেখা, প্রায় পাঁচ বছর ধরে একসাথে রিকশায় চড়ে হাতে হাত রেখে শপথ বিনিময়- ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল এবং পারুপল্লী কাশ্যপের প্রেমের গল্প যেন একেবারে চলচ্চিত্রের মতোই। এই প্রেমও যেন কোন লেখকের রচিত গল্প, উপন্যাসের মতোই। তবে এই প্রেমের গল্প এখনও চলছে। বিয়ে হয়ে সাইনা-কাশ্যপের। তাঁদের সম্পর্ক পরিণতিও পেয়েছে। তবে দুই তারকার প্রেম পর্বে ইতি পড়েনি। হেসেখেলে, প্রেমের রঙে রাঙিয়ে, মান-অভিমানে তাঁদের সম্পর্কের গাড়ি গড়গড়িয়ে এগিয়ে চলেছে।
পারুপল্লী অবশ্য বলেছেন যে, সম্পর্কের শুরুর দিকের বছরগুলি তাঁদের জন্য সহজ ছিল না। কারণ তাঁদের সম্পর্ককে গোপন রাখতে হয়েছিল। ৩৮ বছর বয়সী তারকা শাটলার মধুর স্মৃতির সরণী বেয়ে হাঁটতে শুরু করেছিলেন। বলছিলেন, ‘আমরা ২০০৫ সাল থেকে ডেটিং শুরু করি। ও আমার প্রথম গার্লফ্রেন্ড ছিল। তাই প্রাথমিক ভাবে, আমি (ওর সম্পর্কে) কেমন অনুভব করেছি তা নিয়ে ভীত ছিলাম। তখন, একটি সম্পর্কের মধ্যে পড়া ভুল বলে বিবেচিত হত। যখন আপনি নিজেকে সন্দেহ করেন, তখন এটি চ্যালেঞ্জিং হয়ে ওঠে।’
অন্যদিকে সাইনা আবার কাশ্যপের প্রেমে কেন হাবুডুবু খেয়েছিলেন, তার উত্তর দিয়েছেন খোলামেলা ভাবেই। তাঁর দাবি, স্বস্তির অনুভূতিই প্রথমে তাঁকে পারুপল্লীর দিকে আকর্ষিত করেছিল। সাইনা বলেন, ‘আমরা ভারতীয় দলে একসঙ্গে ছিলাম। সমস্ত টুর্নামেন্টের জন্য একসাথে ভ্রমণ করতাম, এবং তখনই আমরা প্রশিক্ষণ সেশন এবং ম্যাচের সময় একে অপরকে সাহায্য এবং সমর্থন করতে শুরু করি।’ ৩৪ বছর বয়সী অলিম্পিক্সে পদকজয়ী যোগ করেছেন, ‘সেই সময়েই আমরা একে অপরকে পছন্দ করতে শুরু করি।’
সাইনা এবং কাশ্যপ ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দাম্পত্য জীবনের ছয় বছর পর, দু'জনেই স্বীকার করেছেন যে, বিবাহিত জীবনের যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনই রয়েছে ছন্দ। সাইনা তাঁদের ২০ বছরের দীর্ঘ সম্পর্কের প্রতিফলন করে বলেন, ‘আমরা একে অপরকে এত দিন ধরে চিনি যে, বিয়ের পরে সত্যিই কিছুই পরিবর্তন হয়নি, তবে পুরো সময় একসাথে থাকতে পেরে ভালো লাগছে।’
পারুপল্লীর দাবি অবশ্য, একটি সম্পর্ককে সুন্দর করে বাঁচিয়ে রাখতে হলে তার জন্য সব সময়ে নতুন কিছু না কিছু করতে হয়। তিনি বলেছেন, ‘আমরা দু'জনেই এই সম্পর্ককে আরও সুন্দর করার জন্য কাজ করি। আর কাজ কখনও থেমে থাকে না। এটা একটা নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।