
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আসন্ন ১৮তম সংস্করণ শুরু হবে সম্ভবত ২২ মার্চ (শনিবার) থেকে। নিয়ম অনুসারে, মরশুমের প্রথম ম্যাচেই খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। জানা গিয়েছে উদ্বোধনী ম্যাচটি হবে কেকেআর-এর ঘরের মাঠে। অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সে।
শনিবার রাতে ওপেনিং ম্যাচে নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে সম্ভবত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা বৃহস্পতিবার তাদের নতুন অধিনায়ক হিসাবে রজত পতিদারের নাম ঘোষণা করেছে। গত বছরের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদও ঘরের মাঠে তাদের উদ্বোধনী ম্যাচ শুরু করবে। ২৩ মার্চ, রবিবার উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে বলে খবর। এই ম্যাচটি বিকেলে হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বুমরাহের চোটের খবর কী? নিজেই ছবি প্রকাশ্যে আনলেন তারকা পেসার
আসলে সম্প্রচারকারীরাই চেয়েছেন যে, উইকেন্ড থেকে শুরু হোক ১০ দলের আইপিএলের লড়াই। কয়েক দিনের মধ্যেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশিত হবে বলেই সূত্রের খবর। গত কয়েক দিন ধরেই ব্যাপক ভাবে আইপিএলের সূচি নিয়ে আলোচনা চলছিল। কিন্তু বিসিসিআই এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে সময় সূচি ঘোষণা করেনি। তবে বোর্ড ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে মূল ম্যাচগুলির সময়সূচি ভাগ করে নিয়েছে। সূত্রের মতে, ফাইনালও আইপিএলের ঐতিহ্য অনুসরণ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শহরে অনুষ্ঠিত হবে এবং সম্ভবত ২৫ মে (রবিবার) ইডেন গার্ডেন্সে ফাইনাল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: গড়, পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাই না… অক্ষরকে উপরে খেলানোর সাফ জবাব গৌতির
মুম্বইতে ১২ জানুয়ারি বিশেষ সাধারণ সভার (SGM) পরে, বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা ইঙ্গিত দিয়েছিলেন যে, আইপিএল ২৩ মার্চ শুরু হবে। তবে শোনা যাচ্ছে যে, বিসিসিআই সেই তারিখ সংশোধন করেছে।
আইপিএলের ১০টি কেন্দ্র- আমদাবাদ, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, মুলানপুর, দিল্লি, জয়পুর, কলকাতা এবং হায়দরাবাদ ছাড়াও এই মরশুমের ম্যাচগুলি গুয়াহাটি এবং ধরমশালায়ও খেলা হবে। রাজস্থান রয়্যালসের জন্য গুয়াহাটি সরাসরি আইপিএলের মানচিত্রে ঢুকে পড়বে। কারণ উত্তর-পূর্ব ভারতের এই শহরকে রাজস্থান তাদের দ্বিতীয় ভেন্যু হিসাবে বেছে নিয়েছে। এই ভেন্যুতে ২৬ এবং ৩০ মার্চ খেলা পড়বে বলে জানা গিয়েছে। গুয়াহাটিতে সন্ধ্যার সময়েই দু'টি ম্যাচ হবে। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালস ম্যাচ দু'টি সম্ভবত খেলবে।
আরও পড়ুন: কেন বাদ যশস্বী? কীভাবে সুযোগ পেলেন বরুণ? আজব যুক্তি গম্ভীরের
গত বছরের মতো, ধরমশালায় পঞ্জাব কিংসের কয়েকটি হোম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে, হিমাচল প্রদেশের এই শহর এই মরশুমে তিনটি খেলা পেতে পারে। পূর্ব ঘোষিত হিসাবে, কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটর হায়দরাবাদে ও কোয়ালিফায়ার টু এবং ফাইনাল হবে কলকাতায়।
৳7,777 IPL 2025 Sports Bonus