ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন পিভি সিন্ধু। গত ডিসেম্বরেই বিয়ে সেড়ে কোর্টে পুরোদমেই ফিরতে চেয়েছিলেন চলতি বছরের শুরু থেকে। তবে চোটের জন্য তাঁর ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত চিনের কিংদাওতে বসতে চলা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি।