অদ্ভূত এক ঘটনার সাক্ষী থাকল মালেশিয়া ওপেন সুপার ১০০০ প্রতিযোগিতা। মঙ্গলবার ছিল নতুন বছরের প্রথম বড় প্রতিযোগিতার এক ম্যাচ। আর সেখানেই খেলা আম্পায়াররা থামাতে বাধ্য হলেন অদ্ভূত এক কারণে। একাধিক ম্যাচেই কোর্টে জল পড়ার জন্য খেলা স্থগিত রাখা হল বেশ কিছুক্ষণ সময়ের জন্য। যার ফলে খেলোয়াড়দেরও ফোকাস নষ্ট হল।
আরও পড়ুন-BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দি
২ ও ৩ নম্বর কোর্টে জল-
এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচ হওয়ার কথা ছিল ২ এবং ৩ নম্বর কোর্টে। কিন্তু ছাদ থেকে জল পড়তে থাকায় সেই খেলা শুরু হতে অনেকটা বিলম্ব হল। এর মধ্যে ছিল ভারতীয় তারকা শাটলার এইচএস প্রণয়ের ম্যাচও। তাঁর খেলা তিন নম্বর কোর্টে হওয়ার কথা ছিল, সেখানেও জল পড়তে থাকায় খেলা স্থগিত করে দেওয়া হয়।
আরও পড়ুন- ISL - ১১তারিখ ডার্বি হচ্ছে না কলকাতায়! সরতে পারে ভুবনেশ্বরে! FSDLর দিকেই তাকিয়ে মোহনবাগান
ম্যাচ স্থগিত হওয়ার সময় এগিয়ে ছিলেন প্রণয়-
এইচএস প্রণয় সেই ম্যাচে কানাডিয়ান প্রতিপক্ষ ব্রায়ান ইয়াংয়ের বিরুদ্ধে ২১-১২, ৬-৩ ফলে এগিয়ে ছিলেন দ্বিতীয় গেমে। কিন্তু খেলার সময়ই তিনি আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, যে জল পড়তে পড়তে কোর্টের একটা দিক পুরো ভিজে গেছে। যার ফলে সেখানে হাঁটতে বা শট খেলতে যেতে অসুবিধা হচ্ছে। এরপরই খেলা স্থগিত করে দেওয়া হয়।
প্রণয়ের শট খেলতে অসুবিধা হত-
যেই জায়গায় জল জমেছিল, সেই জায়গায় সাধারণত ডানহাতি খেলোয়াড়রা তাঁদের ব্যাকহ্যান্ড শট খেলতে যান। জলে শট নিতে গেলে বিপদ হতে পারে, সেটা বুঝে প্রণয়ের কোচ গুরুসাই দত্ত তাঁকে বারবার বলে দিচ্ছিলেন, সাবধানে খেলতে। এই দৃশ্য দেখার পরই রেফারিরা কোর্টে এসে বিষয়টি দেখেন। এরপর আয়োজন কমিটির সদস্যরাও আসেন বিষয়টি খতিয়ে দেখতে। প্রায় ২৫ মিনিট অপেক্ষা করার পর দুই খেলোয়াড়ই কোর্ট ছেড়ে চলে যান।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
২ ঘন্টা বন্ধ থাকে খেলা-
এর আগেও একই সমস্যা তৈরি হয়েছিল, যখন ইয়াং অন্যদিকে খেলছিল। সেক্ষেত্রে খেলা থামানো হয়নি, কোর্টের অফিশিয়ালরা এসে কোর্ট মুছে দিয়ে বা মপ করে চলে যান। অপেক্ষার পর অবশেষে তাঁদের খেলা শুরু হয় বিকেল ৪.১৫ মিনিট নাগার। এইচএস প্রণয়দের সেই ম্যাচ প্রায় ২ ঘন্টার জন্য স্থগিত রাখা হয়।
আরও পড়ুন-পিঠে খিঁচ মনে হচ্ছে না! বুমরাহর চোট নিয়ে ভারতীয় শিবিরের অন্দরের খবরে অবিশ্বাস পন্টিংয়ের
অন্য কোর্টের ক্ষেত্রেও দেখতা পাওয়া যায়, আয়োজকরা হাতে একাধিক টাওয়েল নিয়েই ঘুরছিলেন। যদি কোথাও আবার একই ঘটনা ঘটে। কারণ চিনের খেলোয়াড়দের একটি ম্যাচেও একই ঘটনা ঘটে, যার ফলে খেলা স্থগিত রাখতে হয়েছিল। আজকেই প্রতিযোগিতায় নামবেন ভারতের লক্ষ্য সেন। এদিকে চিরাগ শেট্টিৃ সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি অভিজান শুরু করবে বুধবার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।