
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নতুন করে বিতর্কের জড়ালেন নেইমার। শনিবার মোনাকোর বিরুদ্ধে পিএসজির হারের পরেই একাধিক সতীর্থদের সঙ্গে নেইমার নাকি ঝামেলায় জড়িয়েছেন। সেই সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পিএসজি ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে। দলে ছিলেন না মেসি, কিলিয়ান এমবাপে। তাই অতিরিক্ত দায়িত্ব ছিল নেইমারের কাঁধে। কিন্তু তিনি সফল হতে পারেননি ফলে ম্যাচ হারে পিএসজি। এ বার মোনাকোর কাছে ১-৩ হেরে মাঠ ছাড়লেন নেইমাররা। আর তার পরেই সতীর্থ ও দলের মালিক লুই ক্যাম্পোসের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া করে বসেন নেইমার। সেই ঝগড়া গড়ায় সাজঘর পর্যন্ত।
আরও পড়ুন… বদলে গেল IND vs AUS তৃতীয় টেস্টের ভেন্যু, ধর্মশালার পরিবর্তে ম্যাচ হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে
ফরাসি প্রচারমাধ্যম ল্য ইকুয়েপ-এ এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের নিশানায় পর্তুগিজ তারকা ভিতিনহা এবং তরুণ স্ট্রাইকার হুগো একতি ছিলেন। ম্যাচের পরে দুজনের উদ্দেশ্যেই ক্ষোভ উগরে দেন নেইমার। ফ্রান্সের এক সংবাদপত্র জানিয়েছে, প্রথম একাদশ নিয়ে খুব একটা খুশি ছিলেন না নেইমার। মাঠে খেলা চলাকালীন মাঝেমধ্যে সতীর্থদের সঙ্গে তর্ক হচ্ছিল তাঁর। দল যে একসঙ্গে খেলছে না সেটা বোঝা যাচ্ছিল। তার ফলও দেখা যাচ্ছিল। শেষ পর্যন্ত ১-৩ গোলে হারে পিএসজি। মোনাকোর হয়ে জোড়া গোল করেন বেন ইয়েডার। আর একটি গোল আলেকজান্ডার গোলোভিনের। পিএসজির হয়ে একমাত্র গোল করেন এমেরি।
আরও পড়ুন… খেলা বদলে দিতে পারেন যখন তখন, WPL Auction-এ এই বিদেশি তারকার দর আকাশ ছুঁতে পারে
ম্যাচ শেষ হতেই মাঠে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেইমার। তাঁর ফরোয়ার্ড জুটি হুগো একিটিকের সঙ্গে ঝগড়া হয় তাঁর। আর এক সতীর্থ ভিটিনহার উপরেও রাগ দেখান নেইমার।বচসা গড়ায় সাজঘরেও। দলের খেলায় একটুও খুশি হতে পারেননি কাম্পোস। ফুটবলাররা সাজধরে ফিরলে তাঁদের তুলোধনা করতে থাকেন তিনি। সেটা মেনে নিতে পারেননি নেমার। মালিকের সঙ্গেই বচসায় জড়ান তিনি। নেইমারের সঙ্গে যোগ দেন আর এক ব্রাজিলীয় মারকুইনোসও। ম্যাচের পর কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের স্বীকার করে নেন, দলের মধ্যে তীব্রতার অভাব রয়েছে। ফুটবলারদের একহাত নিয়ে ফরাসি হেড কোচ বলে দেন, ‘দলের মধ্যে তীক্ষ্ণতার অভাব রয়েছে। এটাই দলের বর্তমান অবস্থা। এটা মোটেই লুকোতে পারব না। এটা অদ্ভুত তবে এটাই সত্যি। পিএসজি ম্যানেজার হিসাবে এমনটা বলা উচিত নয়। তবে এটাই প্রকৃত বাস্তব।’
ফ্রেঞ্চ কাপের প্রি কোয়ার্টার ফাইনালে আগের ম্যাচেই হেরে বসেছিল পিএসজি। বুধবার মার্সেইয়ির কাছে হারতে হয় প্যারিসের ক্লাবকে। এবার লিগা ওয়ানে ফিরেও হার হজম করল পিএসজি। মোনাকোর কাছে ১-৩ গোলে বিধ্বস্ত হতে হয় প্যারিসের ক্লাবটিকে। চোটের জন্য লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে দুজনেই অনুপস্থিত ছিলেন। দলকে বাঁচানোর দায়িত্বে ছিলেন নেইমার। আক্রমণে নেইমারের সঙ্গে ছিলেন হুগো একতিকে। তবে নেইমার একা দলের হার রুখতে পারেননি। কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের বলেন, ‘দলের মধ্যে কোনও তাগিদ দেখা যাচ্ছিল না। তার জন্য আমরা বার বার হারছি। এটা লুকোনোর জায়গা নেই। কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। দলের কোচ হিসাবে আমার দায়িত্ব পরিস্থিতি স্বাভাবিক করা। কিন্তু হচ্ছে না।’
নতুন বছর ভালো যাচ্ছে না পিএসজির। এর মধ্যেই তিনটি ম্যাচ হেরেছে তারা। চোটের কারণে দলের বাইরে এমবাপে, মেসি। সামনেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে নামতে হবে পিএসজিকে। সেই ম্যাচে এমবাপেকে পাবে না পিএসজি। তাই বাকিদের উপরেই ভরসা করতে হবে গাল্টিয়েরকে। তার আগেই দলের এমন হতাশাজনক পারফরম্যান্স চিন্তায় রেখেছে ক্লাব ম্যানেজমেন্টকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports