
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০ ম্যাচের শেষে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে সুপার সিক্স পর্বে প্রবেশ করল মোহনবাগান। লিগ শিল্ড নিশ্চিত করতে তাদের বাকি চার ম্যাচ থেকে প্রয়োজন মাত্র ৭ পয়েন্ট। ঘরের মাঠে টানা ৯টি ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করে মেরিনার্সরা আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।
এই সাফল্যের পিছনে দলের শক্তিশালী রক্ষণভাগ, আক্রমণাত্মক খেলা এবং ধারাবাহিক পারফরম্যান্স বড় ভূমিকা রয়েছে। এদিনের ম্যাচে দলের আক্রমণভাগ শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল। ফরোয়ার্ডদের লক্ষ্যভেদ করার দক্ষতা, মিডফিল্ডের বল নিয়ন্ত্রণ এবং রক্ষণের দৃঢ়তাই মোহনবাগানকে প্রতিপক্ষের তুলনায় এগিয়ে রেখেছিল।
আরও পড়ুন… IND vs ENG ODI: এটা কী ধরনের প্রশ্ন? সাংবাদিক সম্মেলনের মধ্যেই মেজাজ হারালেন রোহিত শর্মা
বুধবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমার্ধে মোহনবাগান প্রত্যাশিত ছন্দে খেলতে পারেনি। মনবীর সিং ও লিস্টন কোলাসো কয়েকবার আক্রমণে উঠলেও গোলের দেখা মেলেনি। বিরতির ঠিক আগে মনবীরের সঙ্গে পঞ্জাবের মিডফিল্ডার আশিস প্রধানের বিবাদে উত্তেজনা ছড়ায়। একই সময়ে চোট পান সাহাল সামাদ, যার ফলে মোলিনা মাঠে নামান অভিষেক সূর্যবংশীকে।
দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক নতুন মোহনবাগান। ৫৫ মিনিটে দীপেন্দু বিশ্বাসের ক্রস থেকে জেমি ম্যাকলারেনের নিখুঁত শটে প্রথম গোল আসে। ৬২ মিনিটে লিস্টন কোলাসোর বাঁকানো শটে ব্যবধান হয় ২-০। ৯০ মিনিটে ম্যাকলারেন আবার গোল করে ব্যবধান ৩-০ করেন এবং নিজের দলের জন্য দাপুটে জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে মোহনবাগান এখন সুপার সিক্সে প্রবেশ করে লিগ শিল্ড নিশ্চিত করার দোরগোড়ায়। ৫৩ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই তারা অপরাজেয় থাকবে। পাশাপাশি, ঘরের মাঠে টানা ৯টি ম্যাচ জিতে তাদের শক্তির প্রমাণ রেখেছে মেরিনার্সরা। এখন দেখার, তারা কবে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নের মুকুট পরে।
এ দিনের ঘরের মাঠে দলের অপরাজেয় যাত্রা সমর্থকদের জন্য আনন্দের ছিল। ৯টি ম্যাচ জিতে মেরিনার্সরা নিজেদের মাঠকে এক দুর্গে পরিণত করেছে, যেখানে প্রতিপক্ষ দলগুলো এসে বারবার ব্যর্থতার স্বাদ পেয়েছে। সমর্থকদের উৎসাহ, কোচের কৌশল এবং খেলোয়াড়দের মানসিক দৃঢ়তাই এই জয়ের ধারাবাহিকতায় প্রধান ভূমিকা রেখেছে।
আরও পড়ুন… ভিডিয়ো: ফাউন্ডেশন গড়লেন ঋষভ পন্ত, বাণিজ্যিক আয়ের ১০ শতাংশ দেবেন সেখানে
এখন মোহনবাগানের লক্ষ্য থাকবে বাকি চার ম্যাচ থেকে অন্তত সাত পয়েন্ট নিশ্চিত করা, যাতে লিগ শিল্ড তাদের হাতে ওঠে। যদিও কাজটি সহজ নয়, তবু চলতি মরশুমে দলের ফর্ম এবং আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, তারা এই লক্ষ্য পূরণে সক্ষম হবে। মেরিনার্স সমর্থকদের এখন অপেক্ষা আরও কয়েকটি ম্যাচের, যেখানে তাদের প্রিয় দল শিরোপা নিশ্চিত করে চলতি লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে। যদি এই ফর্ম বজায় থাকে, তবে শিগগিরই মোহনবাগানের ট্রফি ঘরে যুক্ত হবে আরও একটি গৌরবময় অধ্যায়।
মোহনবাগান আরও এক ধাপ এগিয়ে গেল লিগ শিল্ড ধরে রাখার লক্ষ্যে। পঞ্জাব এফসি-কে ৩-০ ব্যবধানে পরাজিত করে তারা প্রথম দল হিসেবে প্লে-অফে প্রবেশ করল। ২০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট, আর লিগ শিল্ড নিশ্চিত করতে বাকি চার ম্যাচ থেকে দরকার মাত্র ৭ পয়েন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports