সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ডিফেন্ড করার লক্ষ্যে এদিন ভারতীয় যুব দল দুর্দান্ত ফুটবল খেলল। শ্রীলঙ্কাকে ৮-০ গোলে তাঁরা হারিয়ে দিল গ্রুপ বির ম্যাচে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। হ্যাটট্রিক করেন ড্যানি মিতেই, এটাই ছিল প্রতিযোগিতার প্রথম হ্যাটট্রিক। অন্যদিকে প্রশান জাজো জোড়া গোল করেন। মহম্মদ আর্বাশ , ওমাং দোদাম এবং সিংগমায়ুম শামি একটি করে গোল করেন।
ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই আয়োজক দেশ ভারত আক্রমণ করা শুরু করে, আর তাতেই কার্যত দিশেহারা হয়ে যায় শ্রীলঙ্কা। দুর্দান্ত মুভমেন্টের পাশাপাশি গতি দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে থাকতে ভারত। দুই উইংয়ে আর্বাশ এবং রোহেন সিং এদিন দুর্দান্ত ফুটবল খেলেন। পরপর আক্রমণে শ্রীলঙ্কার ডিফেন্সকে ছাড়খাড় করে দেয় ভারতীয় যুব দল।
শুরু থেকেই গোলমুখে আক্রমণ করে ভারত
১৭ মিনিটেই বাঁদিক থেকে বল নিয়ে ঢুকে জোরালো শটে শ্রীলঙ্কা জাল কাঁপিয়ে দেন প্রশান জাজো। এর ৯ মিনিট পরই ওমাং দোদাম শ্রীলঙ্কার মিস পাসকে কাজে লাগিয়ে ভালো বল বাড়ান ড্যানির উদ্দেশ্যে, সেখান থেকে হেডারে গোল করেন তিনি। ৩১ মিনিটে ব্যবধান ৩-০ করেন ড্যানি। এবার প্রায় ২১ গজ দূর থেকে জোরালো শটে শ্রীলঙ্কার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ভারতীয় দলের চতুর্থ গোলের ক্ষেত্রেও অবদান রয়েছে ড্যানির। এবার ফার্স্ট হাফ শেষের ঠিক আগেই ড্যানি বক্সের ভিতরে সুন্দর একটি পাস বাড়ান, এরপর সেই বল জাজো বল দিয়ে নামিয়ে দেন আর্বাশের উদ্দেশ্যে, সেখান থেকেই আর্বাশ গোল করেন।
দ্বিতীয়ার্ধেও ভারতের আক্রমণ অব্যাহত
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও টানা আক্রমণ করতে থাকে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। ৪৮ মিনিটের মাথায় ওমাং দোদাম গোল করে স্কোরশিটে নাম লেখান। এর কিছুক্ষণের মধ্যেই ড্যানি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন, শ্রীলঙ্কার ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জাজো। তাতেই ভারতীয় দল ৭-০ গোলে এগিয়ে গেছিল। এরপর অষ্টম গোলটি আসে ৮১ মিনিটের মাথায়। শামি একক দক্ষতায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে যান। ৯০ মিনিট শেষে এই স্কোরলাইনই বজায় থাকল, আর কোনও দলই গোলের দেখা পায়নি। ৮-০ গোলের বিপুল ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছাড়ল ভারত। এই জয়ের ফলে ভারত বুঝিয়ে দিল, যে তাঁরা এবারও এই প্রতিযোগিতা জয়ের অন্যতম দাবিদার। অন্যদিকে বাংলাদেশ পয়েন্ট নষ্ট করল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।