তিনটি পেনাল্টি, তিনটি থেকেই গোল - তাতে ভর করেই আইএসএল জিতল এটিকে মোহনবাগান। তারপরই আবেগতাড়িত হয়ে পড়লেন দিমিত্রি পেত্রাতোস। যিনি ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। কোনওক্রমে চোখের জল সামলে মোহনবাগানের নায়ক বললেন, ‘আমি আনন্দিত। এবার ছুটি নেব কিছুটা। তারপর মাঠে ফিরে আসতে চাই। আরও কঠোর পরিশ্রম করতে চাই। আরও ভালো খেলতে চাই।’
শনিবার গোয়ায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১৪ মিনিটে পেনাল্টি থেকে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন পেত্রাতোস। কিন্তু তারপর দু'গোলে পিছিয়ে পড়ে। ৮৫ মিনিটে দলকে সমতায় ফেরান অস্ট্রেলিয়ান তারকা। এবারও সেই পেনাল্টি থেকে গোল করেন। তারপর খেলা যখন টাইব্রেকারে গড়ায়, তখনও বেঙ্গালুরুর জালে বল জড়িয়ে দেন। শুধু তাই নয়, তিনবারই একইদিকে পেনাল্টি মারেন। যেটা চূড়ান্ত আত্মবিশ্বাস না থাকলে কোনওভাবেই সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়েই ফুটবলারদের আত্মত্যাগের কথা শোনালেন ATK মোহনবাগানের কোচ ফেরান্দো
সেই আত্মবিশ্বাসে ভর করে এটিকে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করার পর সরকারি সম্প্রচারকারী স্টার স্পোর্টসে পেত্রাতোস বলেন, ‘কঠিন ম্যাচ, কঠিন প্রতিপক্ষ। আমরা শেষপর্যন্ত লড়াই করেছি। এটাই দল হিসেবে আমাদের সবথেকে বড় প্রাপ্তি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আইএসএল জিততে পারায় আনন্দিত আমি। এবার কয়েকদিনের ছুটি নেব। তারপর ফের মাঠে নামব। আরও কঠোর পরিশ্রম করব। আরও ভালো খেলতে হবে।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।