বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Cup 2023 Group Stage: AFC কাপের গ্রুপ স্টেজে কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান? কীভাবে ফাইনালে উঠতে পারে?
পরবর্তী খবর
AFC Cup 2023 Group Stage: AFC কাপের গ্রুপ স্টেজে কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান? কীভাবে ফাইনালে উঠতে পারে?
1 মিনিটে পড়ুন Updated: 22 Aug 2023, 10:59 PM ISTAyan Das
AFC Cup 2023 Group Stage: এএফসি কাপের গ্রুপ পর্যায়ে উঠে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার ধাপে-ধাপে ফাইনালে উঠতে পারবে। সেই কাজটা অবশ্য একেবারেই সহজ নয়। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর মতো দল আছে মোহনবাগানের হাতে।
বাংলাদেশের ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূলপর্বের গ্রুপ পর্যায়ের টিকিট পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার গ্রুপ পর্যায়ে চারটি দলের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। যে গ্রুপে ভারতের একটি ক্লাব (মোহনবাগান ছাড়াও ভারতীয় ক্লাব ক্লাব), বাংলাদেশের একটি ক্লাব এবং মলদ্বীপের একটি ক্লাবও আছে। গ্রুপ পর্যায় থেকে ধাপে-ধাপে ফাইনালে উঠতে হবে। ফাইনালে জিতলে এএফসি কাপ চ্যাম্পিয়নের তকমা মিলবে। গ্রুপ পর্যায়ে মোহনবাগান কোন কোন দলের বিরুদ্ধে খেলবে এবং এএফসি কাপের ফাইনালে উঠবে, তা দেখে নিন -
২০২৩-২৪ সালের এএফসি কাপে মোট ৩৬টি দল অংশগ্রহণ করবে। জোনের ভিত্তিতে মোট ন'টি গ্রুপ তৈরি করা হবে। প্রতিটি গ্রুপে চারটি দল থাকবে। সরাসরি গ্রুপ পর্যায়ের টিকিট পায় ২৯টি ক্লাব (এএফসি ক্লাব কম্পিটিশন র্যাঙ্কিং ২০২১ অনুযায়ী)। প্রিলিমিনারি এবং প্লে-অফ পর্যায়ের মাধ্যমে বাকি সাতটি ক্লাব মূলপর্বে যোগ দিচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।