ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে হচ্ছে না কলকাতা ডার্বি। সেমিফাইনালেও হবে না ডার্বি। মঙ্গলবার ডুরান্ডের নক-আউটের যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে সেই বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে। ফাইনালে উঠলে তবেই মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মহারণ হতে পারে। অর্থাৎ ডুরান্ডের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের বদলা নেওয়ার জন্য আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে মোহনবাগানকে। তবে ফাইনালে ওঠার রাস্তাটাও মোহনবাগানের জন্য বেশ কঠিন। কারণ কোয়ার্টারেই কঠিন গাঁট মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। সেমিফাইনালে উঠলে আইএসএলের দলের বিরুদ্ধে খেলতে হবে। অন্যদিকে, কোয়ার্টার-ফাইনাল তো বটেই, সেমিফাইনালও খুব কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হবে না ইস্টবেঙ্গলকে। অর্থাৎ ট্রফি জিতে মরশুম শুরু করার সুবর্ণ সুযোগ আছে লাল-হলুদ ব্রিগেডের কাছে। যে লাল-হলুদ ব্রিগেড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছে। সেটার সুবিধাও পেয়েছে।
আরও পড়ুন: EB vs CC CFL 2023 Live: মহিতোষের গোল, কাস্টমসের বিরুদ্ধে ১-০ জিতল ইস্টবেঙ্গল
ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালের সূচি
১) প্রথম কোয়ার্টার-ফাইনাল: নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ২৪ অগস্ট (বৃহস্পতিবার), সন্ধ্যা ৬ টা, ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, গুয়াহাটি।
২) দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল: ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরল এফসি, ২৫ অগস্ট (শুক্রবার), সন্ধ্যা ৬ টা, যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।
৩) তৃতীয় কোয়ার্টার-ফাইনাল: এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসি, ২৬ অগস্ট, সন্ধ্যা ৬ টা (শনিবার), ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, গুয়াহাটি।
৪) চতুর্থ কোয়ার্টার-ফাইনাল: মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ২৭ অগস্ট (রবিবার), সন্ধ্যা ৬ টা, যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।
ডুরান্ড কাপের সেমিফাইনালের সূচি
১) প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার-ফাইনালের জয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালের জয়ী, ২৯ অগস্ট (মঙ্গলবার), যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।
২) দ্বিতীয় সেমিফাইনাল: তৃতীয় কোয়ার্টার-ফাইনালের জয়ী বনাম চতুর্থ কোয়ার্টার-ফাইনালের জয়ী, ৩১ অগস্ট (বৃহস্পতিবার), যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।
ডুরান্ড কাপের ফাইনালের সূচি
প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী, ৩ সেপ্টেম্বর (রবিবার), যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।
ডুরান্ড কাপের নক-আউট পর্বের ম্যাচ কোথায় সরাসরি দেখবেন?
সোনি স্পোর্টস ২ এবং সোনি লাইভে ডুরান্ড কাপের নক-আউট পর্বের ম্যাচ সরাসরি দেখতে পাবেন। তাছাড়াও ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় ডুরান্ড কাপের চারটি কোয়ার্টার-ফাইনাল, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল দেখা যাবে। সব ম্যাচের লাইভ স্কোর এবং লাইভ আপডেট দেখতে পারবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।