ক্যালকাটা কাস্টমসকে ১-০ হারিয়ে সুপার সিক্সের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল।
জিতল ইস্টবেঙ্গল
ম্যাচের ৮৭ মিনিটে মাহিতোষ রায়ের গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। ম্যাচের ৭০ মিনিটে লাল কার্ড দেখেন বাইরে যান কাস্টমসের বিশ্বজিৎ হেমব্রম।
গোল লাইন সেভ
অল্পের জন্য বেঁচে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ৯০+৪ মিনিটে প্রতিপক্ষের গোলের দরজা খুলে দিয়েছিল কাস্টমস। তবে শেষ টাচটা দিতে পারেনি বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা।
শেষ ৯০ মিনিট
৯০ মিনিটের খেলা শেষ। তবে ৮ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছ। এই মুহূর্তে ১-০ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল।
গোলললল
৮৭ মিনিটে মাহিতোষের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ১-০ এগিয়ে লাল হলুদ ব্রিগেড।
৮৪ মিনিট- ইস্টবেঙ্গল:০ - কাস্টমস:০
দারুণ একটা আক্রমণ করল ইস্টবেঙ্গল। তবে শেষ পর্যন্ত সফল হল না তারা।
ম্যাচের প্রথম কর্ণার পেল কাস্টমস
ম্যাচের ৮০ মিনিটে ম্যাচের প্রথম কর্ণার পেল ক্যালকাটা কাস্টমস।
লাল কার্ড দেখে মাঠের বাইরে বিশ্বজিৎ হেমব্রম
দুটো হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলেন বিশ্বজিৎ হেমব্রম। ম্যাচের ৭১ মিনিটে ১০ জন হয়ে গেল ক্য়ালকাটা কাস্টমস।
ইস্টবেঙ্গল তিনটে পরিবর্তন করল
ম্যাচের ৬৫ মিনিটে ইস্টবেঙ্গল তিনটে পরিবর্তন করে ফেলেছে, তবে কাস্টমসের কোচ বিশ্বজিত ভট্টাচার্য এখনও একটিও পরিবর্তন করেনি।
মিসসসস
ক্যালকাটা কাস্টমসের বিষ্ণু ফাঁকায় গোল পেয়ে গিয়েছিলেন। কিন্তু আদিত্য পাত্র দারুণ সেভ দিয়ে বাঁচিয়ে দেন। ম্যাচের ৬২ মিনিটে সুযোগ নষ্ট করল কাস্টমস।
৬০ মিনিট- ইস্টবেঙ্গল:০ - কাস্টমস:০
আক্রমণ-প্রতিআক্রমণের খেলায় জমে উঠেছে ম্যাচ। খেলার গতি রয়েছে, তবে দুই দলই গোলের কাছে গিয়ে বেশ কিছু মিস করেছে, সঙ্গে মিস পাশ দেওয়া নেওয়া করায় দুই দলই এখনও গোল পায়নি।
কাস্টমসের আক্রমণ চাপে ফেলেছে ইস্টবেঙ্গলকে
দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ইস্টবেঙ্গলের উপর চাপ বাড়াচ্ছে কাস্টমস।
শুরু দ্বিতীয়ার্ধের ম্যাচ
শুরু দ্বিতীয়ার্ধের ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল। এখন দেখার শেষ ৪৫ মিনিটে খেলা কোন দিকে গড়ায়।
শেষ প্রথমার্ধ
শেষ হল প্রথমার্ধের ম্যাচ। খেলার ফল গোল শূন্য। ম্যাচে গোল না হলেও এদিন দর্শকরা এখনও পর্যন্ত দারুণ উপভোগ করেছেন। দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। প্রথম দিকে ম্যাচের রাশ ছিল ইস্টবেঙ্গলের হাতে, পরে ম্যাচের রাশ কাস্টমস নিজেদের হাতে তুলে নেয়।
সুযোগ হাতছাড়া করল ইস্টবেঙ্গল
ম্যাচের ৪৫+৩ মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিল ইস্টবেহ্গল। স্বার্থক গোলের মুখ খুলতে পেলেন না।
৪৫ মিনিট- ইস্টবেঙ্গল:০ - কাস্টমস:০
৪৫ মিনিটের খেলা শেষ। ৩ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
৪০ মিনিট- ইস্টবেঙ্গল:০ - কাস্টমস:০
এখনও গোলের মুখ দেখতে পেল না কোনও দল। তবে খুব স্পিডে এই ম্যাচ চলছে। ম্যাচে ইস্টবেঙ্গলকে বেশ চাপে রেখেছে কাস্টমস।
ক্রসবারে লেগে ফিরল বল
ভাগ্যের জন্য রক্ষা পেল ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৬ মিনিটে দারুণ একটা শট নিয়েছিল কাস্টমস। একটি বল বক্সের বাইরে থেকে ইস্টবেঙ্গলের ক্রসবারে লাগে। যদি এমনটা না হত তাহলে এগিয়ে যেতে পারত কাস্টমস।
৩০ মিনিট- ইস্টবেঙ্গল:০ - কাস্টমস:০
এখনও কোনও দলই গোল পায়নি। প্রথম ১৫ মিনিট ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও পরের ১৫ মিনিট লাল হলুদের উপর চাপ বাড়াচ্ছে কাস্টমস। এখন দেখার প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে কী হয়?
২৬ মিনিট- ইস্টবেঙ্গল:০ - কাস্টমস:০
এখন দশ জনে খেলছে কাস্টমস। তাদের মাঝমাঠের খেলোয়াড় সুরজিৎ হাঁসদা চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন।
২০ মিনিট- ইস্টবেঙ্গল:০ - কাস্টমস:০
ক্যালকাটা কাস্টমসের সুরজিৎ হাঁসদা ইস্টবেঙ্গলের রক্ষণের পরীক্ষা নিতে শুরু করেছেন। মিনিট কয়েকের মধ্যে একাধিকবার আক্রমণ বাড়িয়েছে ইস্টবেঙ্গল।
কাস্টমসের প্রথম আক্রমণ
১৬ মিনিটে সুরজিৎ-এর দারুণ আক্রমণ, তবে ইস্টবেঙ্গলের গোলরক্ষকের চমৎকার সেভ।
১৪ মিনিট- ইস্টবেঙ্গল:০ - কাস্টমস:০
এখনও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। তবে এখনও পর্যন্ত ম্যাচের রাশ ইস্টবেঙ্গলের হাতেই রয়েছে।
চমৎকার সেভ
কাস্টমসের গোলরক্ষক অর্নেন্দু দত্ত দারুণ শেভ দিলেন। একবার নয় একাধিক বার দলকে বাঁচালেন তিনি। ম্যাচের ১২ মিনিটের মাথায় বারবার আক্রমণ চালায় ইস্টবেঙ্গল।
পেনাল্টির আবেদন
ফ্রি-কিক থেকে একটি শট নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই বল কাস্টমসের ফুটবলাররা আটকে দেন। তবে লাল হলুদ ফুটবলাররা হ্যান্ডবলের আবেদন করেন। অর্থাৎ পেনাল্টি চায় ইস্টবঙ্গল। কিন্তু রফারি বলেন প্লে অন।
৭ মিনিট- ইস্টবেঙ্গল:০ - কাস্টমস:০
ম্যাচের সাত মিনিট হয়ে গেল তবে এখনও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। তবে ম্য়াচের রাশ নিজেদের হাতে রেখেছে ইস্টবেঙ্গল।
প্রতিপক্ষের বক্সে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল
ম্যাচের চার মিনিটে মাথায় কাস্টমসর বক্সে ঢুকে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে গোল করতে ব্যর্থ হয় লাল হলুদের ফুটবলাররা।
শুরু হয়ে গেল ম্যাচ
ইস্টবেঙ্গল লাল হলুদ জার্সি গায়ে মাঠে নেমেছে। ঘরের মাঠের সুবিধা তুলতে চাইবে লাল হলুদ ব্রিগেড।
মাঠে নেমে পড়েছেন দুই দলের ফুটবলাররা
ক্যালকাটা কাস্টমস কি ইস্টবেঙ্গলের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে?
দেখে নিন ইস্টবেঙ্গলের লাইল আপ
বিশ্বজিৎ ভট্টাচার্যের দলর বিরুদ্ধে তৈরি ইস্টবেঙ্গল। নিজেদের সেরা দল নামিয়েছে লাল হলু ব্রিগেড।
East Bengal vs Calcutta Customs Live Match: HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছাতে ইমামি ইস্টবেঙ্গলের দরকার আর মাত্র ৩ পয়েন্ট। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্ৰুপের শীর্ষেই রয়েছে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল ছাড়াও তাদের গ্রুপ থেকে সুপার সিক্সের লড়াইয়ে রয়েছে ভাবনীপুর, খিদিরপুর ও এরিয়ান। মঙ্গলবার কলকাতা কাস্টমসকে হারালেই সুপার সিক্সের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে ইস্টবেঙ্গল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।