শুভব্রত মুখার্জি:- শুক্রবার অর্থাৎ ২৩ অগস্ট ভারতের দুই প্রান্তে খেলার কথা ছিল কলকাতার অন্যতম প্রধান ক্লাব মোহনবাগানের। একদিনেই কলকাতা এবং জামশেদপুরে খেলার কথা ছিল মোহনবাগান দলের। বাংলায় কলকাতা লিগে রেলওয়ে এফসির বিরুদ্ধে নামার কথা ছিল তাদের। আর অন্যদিকে জামশেদপুরে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে নামার কথা মোহনবাগান সুপার জায়ান্টের।
তবে ডুরান্ডের ম্যাচটি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হলেও কলকাতা লিগে রেলওয়ে এফসির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচটি আপাতত স্থগিত করা হল। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে আইএফএ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে। বৃহস্পতিবারেই এই কথাটি নিশ্চিত করা হয়েছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থার তরফে।
ঘটনাচক্রে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি মোহনবাগানের খেলার কথা ছিল সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। কিন্ত আরজি করে তরুণী ডাক্তারের সঙ্গে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার প্রতিবাদে আপাতত উত্তাল গোটা বাংলা। ফলে এমন পরিস্থিতিতে দুই প্রধানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরানো হয় কলকাতা থেকে।
আরও পড়ুন:- WCPL 2024: ব্যাট হাতে ব্যর্থ জেমিমা, জলে গেল শিখার লড়াই, শুরুতেই হার নাইট রাইডার্সের
ইস্টবেঙ্গল তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ইতিমধ্যেই খেলে ফেলেছে ২১ অগস্ট। শিলংয়ে তাদের এই ম্যাচটি খেলতে হয়েছে। ম্যাচে ২-১ গোলে লাল হলুদ বাহিনীকে হারিয়ে দিয়েছে লাজং। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুরে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলবে পঞ্জাব এফসির বিরুদ্ধে।
এই ম্যাচের আগের দিনেই মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জোসে মলিনা মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। প্রতিপক্ষ পঞ্জাব এফসিকে নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘নকআউট পর্বের ম্যাচে সামনে যেই থাকুক না কেন জিততেই হবে। এর কোনও বিকল্প নেই। আমাদের প্রতিপক্ষ পঞ্জাবের দলটা বেশ ভাল। ডুরান্ডে কেরল, মুম্বইয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যে ম্যাচগুলো পঞ্জাব খেলেছে, সেখানে তারা বেশ ভালই খেলেছে। ওদের হারানো সহজ কাজ হবে না। নিজেদের উপর বিশ্বাস রয়েছে। আশা করি ম্যাচটা জিতব।'
অন্যদিকে কলকাতা লিগে শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ ছিল রেলওয়েজ এফসির বিরুদ্ধে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টের সময়ে। ওই একই দিনে বিকেল ৪টে থেকে মোহনবাগানকে খেলতে হবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে। প্রায় একই সময় দু’জায়গায় খেলার কথা ছিল মোহনবাগানের। আর এই কারণেই এবার আইএফএর তরফে কলকাতা লিগের এই ম্যাচের দিন বদল করা হল। ম্যাচটি পরে হবে। পরে কবে, কখন বা কোথায় হবে তা নিয়ে দ্রুত সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইএফএ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।