ভারতের প্রাক্তন অলরাউন্ডার, বর্তমানে যিনি ধারাভাষ্যকার, সেই ইরফান পাঠান বরোদা সিনিয়র দলের জন্য কোচ বাছাই নিয়ে কিরণ মোরেকে একহাত নিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, কিরণ মোরেকে ‘হ্যালো’ না বলার কারণে কন্নর উইলিয়ামস বরোদা সিনিয়র দলের কোচ করা হয়নি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রাপ্ত তথ্য অনুসারে, পাঠান বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ) কর্মকর্তাদের একটি ইমেল পাঠিয়েছেন। তিনি বলেছেন, ভারতের প্রাক্তন উইকেট-রক্ষক কিরণ মোরের এহেন কাজে তিনি উদ্বিগ্ন। পাঠানের এই অভিযোগের পর বরোদা ক্রিকেটে তোলপাড় নিশ্চিত।
কিরণ মোরে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) চেয়ারম্যান। পাঠান এর অন্যতম সদস্য। সম্প্রতি বরোদা দলের নতুন কোচ নিয়োগের জন্য বৈঠক হয়েছিল। পাঠান এই মরশুমে বরোদার জন্য একজন স্থানীয় কোচ চেয়েছিলেন এবং প্রধান কোচের ভূমিকার জন্য বরোদার প্রাক্তন খেলোয়াড় কনর উইলিয়ামসের নাম প্রস্তাব করেছিলেন। তবে সিএসি তাতে রাজি হয়নি।
আরও পড়ুন: রোহিত-যশস্বীর সেঞ্চুরির উৎসবের মাঝে তৃতীয় মন্থরতম অর্ধশতরান কোহলির, গড়লেন লজ্জার নজির
পাঠান ইমেল মারফৎ পাঠানো একটি দীর্ঘ চিঠিতে লিখেছেন, ‘আজকের সিএসি বৈঠকে উত্থাপিত একটি উদ্বেগজনক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে এই চিঠি লিখছি। আমি গভীর ভাবে হতাশ যে, একটি বিশেষ ঘটনা প্রত্যক্ষ করেছি, যা বরোদা ক্রিকেট সদস্যের সঙ্গে জড়িত যা আমাদের সম্মানিত প্রতিষ্ঠানের পতনে অবদান রাখছে। বৈঠক চলাকালীন কিরণ মোরের বিদ্বেষ এবং বক্তব্যে আমি হতকবাক।’
এতে আরও লেখা হয়েছে, ‘মোরের দাবি যে তিনি কনর উইলিয়ামসকে বরোদা রঞ্জি দলের কোচিং সেটআপে যোগদান করতে বাধা দেবেন। কারণ তিনি শুধুমাত্র মোরেকো হ্যালো বলেননি তাই। আমার মতে, এটি একটি অযৌক্তিক বক্তব্য। এই ধরনের আচরণ মোরের মতো একজন প্রবীণ ব্যক্তির থেকে আশা করা যায় না। এটি অত্যন্ত অপ্রীতিকর ঘটনা। এতে আমাদের মূল্যবোধগুলিই নষ্ট হয় এবং সংস্থার বদনাম হয়।’
আরও পড়ুন: সবে তো শুরু, বিরাট-রোহিত ভাইদের থেকে শিখছি- অভিষেকে সাফল্যেও মাটিতে পা যশস্বীর
পাঠান অনুরোধ করেছেন যে, অ্যাসোসিয়েশন যেন এই জাতীয় বিষয়গুলির ঊর্ধ্বে উঠে বরোদা ক্রিকেটের উন্নতিকে অগ্রাধিকার দেয়। তিনি আরও লিখেছেন, ‘উইলিয়ামস নিজে একজন রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন এবং বরোদা ক্রিকেটের প্রতিনিধিত্ব করার জন্য তাঁর জীবনের এক দশকেরও বেশি সময় উৎসর্গ করেছেন। তাঁদের অবদানকে স্বীকার করা এবং সম্মান করাটাই আসল কাজ। আমাদের প্রতিষ্ঠান যে কোনও ব্যক্তির চেয়ে বড় এবং আমাদের এই মৌলিক নীতিটি মনে রাখা গুরুত্বপূর্ণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।