তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। নেপাল জাতীয় দলের অধিনায়ক। সেই সন্দীপ লামিচানের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লামিচানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঠমাণ্ডুর কাছে একটি এলাকায়। এ দিকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ১৭ বছরের কিশোরীর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। তবে লামিচানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, সেই সম্পর্কে এখনও পুলিশ কিছু জানায়নি। এমন কী এই নিয়ে নেপাল অধিনায়কও মুখে কুলুপ এঁটেছেন।
আরও পড়ুন: নেপালের ফ্যানদের ‘জঘন্যতম' বলে তোপের মুখে KKR-র প্রাক্তনী, সবক শেখালেন লামিচানে
২০১৬ সালে নেপালের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয় লামিচানেকে। ২০১৮ সালে নেপালের জাতীয় দলে সুযোগ পান তিনি। ২০২১ সালে নেপালের জাতীয় দলের অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্লকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বাদ দেওয়া হয়। সেই জায়গায় দলের অধিনায়ক করা হয় লামিচানেকে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পরে নেপাল ক্রিকেট বোর্ডের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: ওয়ানডেতে ইনিংসের নিরিখে লেগ স্পিনার দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির লামিচানের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।