শনিবার ঘোষণা করা হল দেশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। বাংলায় ৭ দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। সাতি কোটিরও বেশি ভোটার নিজেদের মতদান করবেন এই রাজ্যে। এদিকে ভোটের নির্ঘণ্ট বাজতে না বাজতেই মানুষের মনে আগ্রহ জন্মেছে, কে এবার এগিয়ে থাকবে... তারই জবাব খুঁজল এই জনমত সমীক্ষা।