WB Winter Update till 14th February: স্লগ ওভারে ফের চালিয়ে খেলার ইঙ্গিত শীতের, রাতের দিকে ঝপ করে তাপমাত্রা নামবে বঙ্গে
Updated: 07 Feb 2024, 09:33 AM IST Abhijit Chowdhury 07 Feb 2024 rain forecast, rain forecast in west bengal, winter, weather, west bengal weather, kolkata temperature, cloudy sky, কলকাতার তাপমাত্রা, কলকাতার আবহাওয়া, পশ্চিমবঙ্গের আবহাওয়া, শীতকাল, আবহাওয়ার পূর্বাভাস, ঠান্ডা পড়বে, মেঘলা আকাশ, বৃষ্টি হবে, বৃষ্টির পূর্বাভাস, kolkata weather todayফেব্রুয়ারির শুরুর দিকেই আচমা উধাও হয়ে গিয়েছিল শীত। রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেক ঘর ওপরে থাকছে বিগত এক সপ্তাহ ধরে। এই আবহে বেজে গিয়েছে শীতের বিদায়ী ঘণ্টা। তবে সরস্বতী পুজোর আগে ফের একবার বাংলায় হালকা ঠান্ডা অনুভূত হতে পারে বলে আভাস দিল আলিপুর আবহাওয়া অফিস।
পরবর্তী ফটো গ্যালারি