Indian Woman Pilot: দেশের গর্বের ৭৫ বছরে মহিলা পাইলটদের সংখ্যায় বিশ্বে এগিয়ে ভারত! পিছিয়ে আমেরিকা, ইউকে
Updated: 12 Aug 2022, 06:12 PM IST Sritama Mitra 12 Aug 2022 independence day 15 th August 2022, India has higest number of woman pilots, বিশ্বে সবচেয়ে বেশি মহিলা পাইলট ভারতে, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের খবর২০১৫ সালের তথ্য বলছে, সারা বিশ্বে ১ লক্ষ ৩০ হাজার ... more
২০১৫ সালের তথ্য বলছে, সারা বিশ্বে ১ লক্ষ ৩০ হাজার পাইলট ছিলেন। যাঁদের মধ্যে ৪ হাজার ছিলেন মহিলা পাইলট। অর্থাৎ বিশ্বের নিরিখে মাত্র ৩ শতাংশের কাছাকাছি মহিলা পাইলট ছিলেন তখন। এদিকে ২০১৫ সালে ভারতে তখন ৫ হাজার পাইলট ছিলেন। তাঁদের মধ্যে ৬০০ জনই মহিলা। দেশে প্রায় ১২ শতাংশ মহিলা পাইলট তখন থেকেই ছিলেন। যে সংখ্যাটা আজ এসে বেড়েছে।
পরবর্তী ফটো গ্যালারি