League Cup Final: ভ্যান ডাইকের একমাত্র গোল, চেলসিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল Updated: 26 Feb 2024, 12:35 PM IST Sanjib Halder কারাবায়ো কাপ জিতে নিল লিভারপুল। চেলসিকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোল ম্যাচ জিতল লিভারপুল। ম্যচের একমাত্র গোলটি করেন ভার্জিল ভ্যান ডাইক।