দেশের বিভিন্ন বিমানবন্দরে ব়্যান্ডম স্যাম্পলিং শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিমানে যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম লাগু। চিন ছাড়াও জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলে হু হু করে করোনা বেড়ে যেতে দেখা যাচ্ছে। ফলে সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।