Rain in South Bengal Latest Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর কিছুক্ষণে হবে বৃষ্টি, রবিতে জারি কালবৈশাখীর সতর্কতা
Updated: 05 Apr 2023, 02:39 PM IST Abhijit Chowdhury 05 Apr 2023 rain in north bengal, rain in south bengal, rain forecast, rain forecast in west bengal, rain forecast in kolkata, kalbaisakhi, thunderstorm, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সতর্কতাদক্ষিণবঙ্গে আগমী কয়েকদিন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে এরই মধ্যে গতরাতে জেলায় জেলায় ঝড়বৃষ্টি হয়। আর আজ দুপুরের বুলেটিনে আলিপুর হাওয়া অফিস জানাল যে দক্ষিণবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টি হতে পারে আজই। এমনকী তিনদিন আবহাওয়া শুষ্ক থাকার পর রবিবারও ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
পরবর্তী ফটো গ্যালারি