Adultery: পরকীয়াকে ফের অপরাধের আওতায় আনার পক্ষে সায় সংসদীয় কমিটির, সুপারিশ কেন্দ্রের কাছে
Updated: 15 Nov 2023, 09:45 PM IST Sritama Mitra 15 Nov 2023 criminalize adultery recommends parliamentary panel, পরকীয়াকে ফের অপরাধের আওতায় আনার প্রস্তাবসরকারের কাছে কমিটির সুপারিশ ভারতীয় দণ্ডবিধির আওতায় ৪৯৭ ধারায় ফের পরকীয়াকে অপরাধের আওতায় আনা হোক। এর আগে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এই পরকীয়াকে অপরাধের আওতা থেকে মুক্ত রেখেছিল।
পাঁচ বছর আগে, পরকীয়াকে ফৌজদারি অপরাধের আওতা থেকে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ফের পরকীয়াকে অপরাধের আওতায় আনার সুপারিশ এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্থায়ী কমিটির তরফে। দণ্ড সংহিতা সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্থায়ী কমিটির রিপোর্টে এই সুপারিশ করা হয়েছে। সংসদীয় কমিটির এই সুপারিশ গিয়েছে কেন্দ্রের কাছে।
পরবর্তী ফটো গ্যালারি