Pakistan GDP & Per Capita Income: ১১% কমে পাকিস্তানের মাথাপিছু আয় ১.১৫ লাখ, ভারতের হাল কেমন?
Updated: 09 Jun 2023, 01:31 PM IST Abhijit Chowdhury 09 Jun 2023 pakistani economy, pakistan gdp, per capita income, pakistani per capita income, india per capita income, india gdp, indian economy, পাকিস্তানি অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, পাকিস্তানের জিডিপি, মাথাপিছু আয়, পাকিস্তানের মাথাপিছু আয়, ভারতের মাথাপিছু আয়, পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধিসম্প্রতি প্রকাশিত হয়েছে পাকিস্তানের অর্থনৈতিক হাল হকিকত সংক্রান্ত রিপোর্ট। সেখানেই জানানো হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ০.২৯ শতাংশ। পাক অর্থমন্ত্রী ইশার দার জানান, দেশের মাথাপিছু আয় কমেছে ১১ শতাংশ। ভারতের তুলনায় কোথায় দাঁড়িয়ে তাদের মাথাপিছু আয়?
পরবর্তী ফটো গ্যালারি