Cheap Food at Railway Stations: ‘১৩০’ নয়, ৫০ টাকায় খাবার পাবেন রেলযাত্রীরা! আছে ২০ টাকারও মিল, কীভাবে মিলবে? Updated: 25 Apr 2024, 11:27 AM IST Ayan Das দূরপাল্লার ট্রেনে অনেক সময়ই আইআরসিটিসির অনুমোদিত সংস্থার বিরুদ্ধে খাবারের বেশি দাম নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে যে একটা ভেজ মিল কিনলে কখনও-কখনও ১৫০ টাকা নিয়ে নেওয়া হয়। সেই পরিস্থিতিতে একেবারে সস্তায় খাবার আনল ভারতীয় রেল।