দিল্লির পুরনিগমে এককালে ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত শাসন করে এসেছে কংগ্রেস। তবে ২০১৩ সালে দিল্লির বিধানসভা ভোটে যেভাবে কংগ্রেস ছিটকে যায় গদি থেকে তারপর আর সেভাবে তারা লড়াইয়ে ফিরে আসতে পারেনি। তবে এই বছরের এমসিডি ভোটে মুসলিম ভোট দুই ভাগ হতে দেখা গিয়েছে। কিছু বিশ্লেষণ উঠে এসেছে রিচা চিতনাঙ্গিয়ার রিপোর্টে।