LSG Matches: কবে KKR-র বিরুদ্ধে নামবেন গম্ভীররা? দেখে নিন LSG-র পুরো IPL সূচি, কবে ম্যাচ? Updated: 06 Mar 2022, 05:46 PM IST Ayan Das আইপিএলের গ্রুপ পর্যায়ের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লখনউ সুপার জায়েন্টস কোন দলের বিরুদ্ধে কবে, কখন খেলবে, তা দেখে নিন। যে দলের মেন্টর হলেন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) দু'বার আইপিএল চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর।