ব্যক্তিগত ঋণ খুবই ব্যয়হুল একটি বিষয়। তবে অনেক সময়ই টাকার প্রয়োজনে মানুষ ব্যাঙ্কের থেকে ব্যক্তিগত ঋণ নিতে বাধ্য হন। সাধারণ মধ্যবিত্তদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই এই ঋণের পরিমাণ পাঁচ লাখ টাকা হয়ে থাকে। এই আবহে একনজরে দেখে নিন, বর্তমানে কোন পাঁচ ব্যাঙ্ক পাঁচ লাখ টাকার ঋণের ওপর সবচেয়ে কম সুদের হার ধার্য করছে।