Lok Sabha Election Prediction by Rahul: 'আগে ভেবেছিলাম ১৮০ আসনে জিতবে BJP, এখন মনে হচ্ছে...', কী বললেন রাহুল গান্ধী? Updated: 17 Apr 2024, 12:32 PM IST Abhijit Chowdhury দেশের প্রায় সব সংবাদমাধ্যমের জনমত সমীক্ষাতেই দাবি করা হচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবারে বিপুল সংখ্যক আসনে জিতে ফের সরকার গঠন করতে চলেছে। এই আবহে রাহুল গান্ধীর থেকে তাঁর মতামত জানতে চাওয়া হয় আজ। এই পরিস্থিতিতে রাহুল বললেন...