আইএসএলে কখনও ইস্টবেঙ্গল পরপর দু'টি ম্যাচে জেতেনি। তাই হিসেব ওল্টানোর সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের সামনে। তবে লাল-হলুদের প্রাক্তন কোচ খালিদ জামিলের দলকে হারানো মোটেই সহজ নয়। জামিল কোচ হয়ে আসার পর থেকে ভাগ্য ঘুরে গিয়েছে জামশেদপুরের। মুম্বই সিটির মতো দলের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও হারিয়ে দিয়েছে তারা।