জম্মু ও কাশ্মীরে শীঘ্রই সম্পন্ন হবে ভারতের প্রথম ঝুলন্ত রেল সেতু - অঞ্জি খাদ সেতুর নির্মাণকাজ। শীঘ্রই উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেললাইনের কাজ শেষ হবে। আর তা হলেই এই রুটে আগামী বছর বন্দে ভারত ট্রেন ছুটতে পারে। আর তা হলে ভারতের প্রথম কেবল সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে যেতে পারে সেমি হাইস্পিড ট্রেন।