অবসর নিলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট তারকা সানা মির, ছবির সঙ্গে চোখ রাখুন কিছু তথ্যে Updated: 26 Apr 2020, 10:08 PM IST HT Bangla Correspondent করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী লকডাউনে খেলাধুলো যখন পুরোপুরি স্তব্ধ, তখন নিঃশব্দেই ১৫ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা ক্যাপ্টেন সানা মির।