ডিএ নিয়ে বারবার লাগামহীন ভাষায় সরকারি কর্মীদের আক্রমণ শানিয়েছিলেন ফিরহাদ হাকিম। এই আবহে শনিবার 'টক টু মেয়র' কর্মসূচিতে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, 'শুধুমাত্র কর্পোরেশন নিয়ে প্রশ্ন করবেন'। এতেই প্রশ্ন উঠেছে, দলের অন্দরে কি তিনি কোণঠাসা? কলকাতা মেয়রের 'অভিমানী গলায়' এদিন শোনা যায় রবীন্দ্রনাথের কবিতাও।