আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠকের পরেও ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন প্রচেষ্টা নিয়ে প্রশ্ন রয়েই গেল। এই আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলাস্কায় পুতিনের সঙ্গে দেখা করার পরে তিনি শনিবার ট্রাম্পের সঙ্গে একটি দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ কথোপকথন সেরেছেন। আর ট্রাম্প বলেছেন, ‘সোমবার বিকেলে ওয়াশিংটনের ওভাল অফিসে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করব। নেহাত সংঘর্ষবিরতি চুক্তি নয়, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই ভয়ংকর যুদ্ধ শেষ করার সেরা উপায় হল যে সরাসরি শান্তিচুক্তি করতে হবে। তার ফলে যুদ্ধে ইতি পড়ে যাবে।’
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, শনিবার ভোরে এই ফোনালাপ হয়। তবে বহু প্রত্যাশিত এই বৈঠকে কোন শান্তিচুক্তি হয়নি। পুতিন দাবি করলেও যে একটি বোঝাপড়া হয়েছে, ট্রাম্প তা অস্বীকার করে বলেন, 'চুক্তি তখনই চুক্তি, যখন সেটা বাস্তবায়িত হয়।' তিনি আরও বলেন, বিষয়টি শেষ করে আনার দায়িত্ব এখন জেলেনস্কির কাঁধে, যদিও ইউরোপেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এরপরেই ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, 'আমরা যুদ্ধ থামানো ও নিরীহ মানুষের রক্তপাত বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করব।' তাঁর কথায়, ইউরোপীয় দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয়।
সোমবার ওয়াশিংটনে ব্যক্তিগতভাবে দেখা করার আমন্ত্রণের জন্য জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ' মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে নির্ভরযোগ্য সুরক্ষা গ্যারান্টি নিশ্চিত করার জন্য ইউরোপীয়রা প্রতিটি পর্যায়ে জড়িত হওয়া গুরুত্বপূর্ণ। আমরা ইউক্রেনের সুরক্ষার গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণের বিষয়ে মার্কিন পক্ষের ইতিবাচক সংকেতগুলি নিয়েও আলোচনা করেছি।' জেলেনস্কি জানিয়েছে যে তিনি ট্রাম্পের সঙ্গে একের পর এক এবং তারপরে অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে আহ্বানে কথা বলেছেন। মোট কথোপকথনগুলি দেড় ঘন্টা স্থায়ী হয়েছিল। আলাস্কায় পুতিনের জন্য ট্রাম্প রেড কার্পেট বিছিয়েছিলেন, কিন্তু শুক্রবারের বৈঠকে যুদ্ধের অবসানের ব্যাপারে কোনও সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে মনে হচ্ছে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, 'চুক্তি (যুদ্ধবিরতি) না হওয়া পর্যন্ত কোনও চুক্তি (বাণিজ্য) হবে না৷' ওয়াশিংটনে ফেরার সময় ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে তাঁর লিমোজিনে উঠে পড়েন। তাঁর বিমান অবতরণ করার সময়, হোয়াইট হাউসের প্রেস ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানান, জেলেনস্কির সঙ্গে দীর্ঘ কথোপকথনের পর ট্রাম্প ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে কথা বলছেন।