গত মাসে কোভিড বিধিনিষেধের দরুণ, কারখানায় কঠিন পরিস্থিতির কারণে শ'য়ে শ'য়ে কর্মীরা কাজ ছাড়েন। এদিকে কর্মীদের ফিরিয়ে আনতে এই বেশি বেতনের লোভনীয় অফার দিয়েছিল ফক্সকন, অভিযোগ প্রতিবাদীদের। লি সানশান নামের এক এমনই বিক্ষোভকারীর দাবি, লোভনীয় বেতনের বিজ্ঞাপনে দেশের দূর-দূরান্ত থেকে কর্মীরা এসেছিলেন।