ডেল্টার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে কি ওমিক্রন! কী বললেন বিজ্ঞানী
Updated: 19 Jan 2022, 04:29 PM IST Sritama Mitra 19 Jan 2022 Omicron, Omicron can boost immunity, who on omicron issue, Omicron issue latest news, how Omicron can boost immunity against delta, ডেল্টার বিরুদ্ধে রোগ প্রতিরোধ গড়ে তুলতে পারে ওমিক্রন, ওমিক্রন কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে, ওমিক্রন, ওমিক্রন সংক্রান্ত খবরওমিক্রন ইস্যুতে গোটা ভারত সহ ত্রস্ত বিশ্ব। দ্রুত সংক্রমণ ছড়িয়ে ফেলার ক্ষমতাধারী এই করোনা ভ্যারিয়েন্টের জেরে একাধিক কোভিড বিধি পালিত হচ্ছে দেশে। ওমিক্রনের উপসর্গ নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। এই পরিস্থিতিতে হু-এর বিশিষ্ট বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন ওমিক্রনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন।
পরবর্তী ফটো গ্যালারি