
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কবে বাজারে আসবে ওলার ইলেকট্রিক স্কুটার? তা নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন ওলার চেয়ারম্যান এবং গ্রুপ সিইও ভাবিশ আগরওয়াল। সেইসঙ্গে কীভাবে ডেলিভারি দেওয়া হবে, তা নিয়ে টুইটারে ভোটাভুটি শুরু করলেন।
সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট ওলার চেয়ারম্যান এবং গ্রুপ সিইও জানিয়েছেন, কবে ওলার ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসা হবে, তা নিয়ে আলোচনা করছেন। আপাতত বাজারে ইলেকট্রিক স্কুটার নিয়ে আসার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি ওলা। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে স্কুটারের প্রি-বুকিং শুরু হয়েছিল।
সেইসঙ্গে কীভাবে ওলার ইলেকট্রিক স্কুটার ডেলিভারি করা হবে, তা নিয়েও বড়সড় ইঙ্গিত দিয়েছেন ভাবিশ। টুইটারে একটি ভোটাভুটি করে জানতে চান, কীভাবে স্কুটার ডেলিভারি দেওয়া হবে। তাতে ‘ফিজিকাল ডিলারশিপ/স্টোর’ (সশরীরে স্কুটার আনা) এবং ‘অনলাইন অ্যান্ড হোম ডেলিভারড’ (অনলাইন ডেলিভারি) অপশন দেন। স্বভাবতই অনলাইন ডেলিভারির পক্ষে বেশি ভোট পড়েছে।
এমনিতে ইলেকট্রিক স্কুটারের দাম এবং নির্দিষ্ট রেঞ্জ ছাড়া একাধিক তথ্য প্রকাশ করেছে ওলা। আপাতত ড্রাইভিং রেঞ্জ নিয়ে ওলার তরফে কিছু জানানো হয়নি। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, মাত্র ১৮ মিনিটে ওলা ইলেকট্রিক স্কুটারের চার্জ শূন্য থেকে ৫০ শতাংশ হবে। সেই চার্জে ৭৫ কিলোমিটার রাস্তায় অতিক্রম করা যাবে। সেই তথ্য থেকে বিশেষজ্ঞদের অনুমান, একবার চার্জ দিলেই ১৪০-১৫০ কিলোমিটার রাস্তা অনায়াসে যেতে পারবে ওলা ইলেকট্রিক স্কুটার।
ওলা ইলেকট্রিক স্কুটারে পুরো এলইডি লাইটিং, দ্রুত চার্জিং, ফ্রন্ট ডিস্ক ব্রেক-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা আছে। স্কুটার ঘোরানোর প্রযুক্তি আরও উন্নত হতে চলেছে। অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ওলার ইলেকট্রিক স্কুটার ব্যবহারকারীরা চাবি ছাড়াই চলাচল করতে পারবেন। তারইমধ্যে সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে সম্ভবত দেশে ওলা ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু হবে। ফাঁস হওয়া নথি অনুযায়ী, নয়া স্কুটারের নাম হবে 'সিরিজ এস'। সেইসঙ্গে 'এস ১' এবং 'এস ১ প্রো' নামও নথিভুক্ত করেছে ওলা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports