খাদে বাস পড়ে উত্তরাখণ্ডে মৃত্যু হল কমপক্ষে ২৫ জনের। মঙ্গলবার রাতে পাউরি গারওয়াল জেলায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ২১ জনকে উদ্ধার করেছে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতের দিকে পাউরি গারওয়াল জেলার সিমডি গ্রামের কাছে খাদে পড়ে যায় একটি বাস। ওই বাসে ৪৫ থেকে ৫০ জন ছিলেন। তাঁরা বিয়েবাড়ি যাচ্ছিলেন বা বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। বাসটি খাদে পড়ে যাওয়ার পর দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে আসে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর চারটি দল। রাতেই কয়েকজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর মিলেছিল।
মঙ্গলবার রাতে হরিদ্বারের (সিটি) পুলিশ সুপার স্বতন্ত্রকুমার সিং বলেছিলেন, 'বিয়েবাড়ির লোকেদের নিয়ে লালধ্যাং থেকে একটি বাস যাচ্ছিল। যা দুর্ঘটনার মুখে পড়েছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পাউরি পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে পুলিশ।'
আরও পড়ুন: Uttarakhand Avalanche: উত্তরাখণ্ডের পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত্যু কয়েকজনের, আটকে ২৮, উদ্ধারে বায়ুসেনা
যদিও পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন যে ২৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, 'পাউরি গারওয়ালের বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। যে দুর্ঘটনা মঙ্গলবার রাতে ধুমাকোটে হয়েছে। রাতভর উদ্ধারকাজ চালিয়ে ২১ জনকে উদ্ধার করেছে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।'
আরও পড়ুন: Gujarat Accident: অটোকে পিষে দিল ট্রাক, ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১০, আহত ৭
উত্তরাখণ্ড পুলিশের তরফে টুইটারে উদ্ধারকাজের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে যে ঝোপের মধ্যে থেকে এক ব্যক্তিকে (সম্ভবত মৃত) উদ্ধার করছেন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সেইসঙ্গে উত্তরাখণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, যে খাদে বাসটি পড়ে গিয়েছে, সেটি প্রায় ৫০০ মিটার গভীর ছিল।