মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষার নাড়ির যোগ রয়েছে ভারতের সঙ্গে ঊষার আদি গ্রামের নাম ভাদলুরু। এই গ্রাম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। প্রথমবার সরকারি সফরে আসা ঊষা অবশ্য এবারে আর অন্ধ্রপ্রদেশ যাবেন না। অন্তত তাঁর সফরসূচি থেকে তেমনটাই জানা যাচ্ছে। তা সত্ত্বেও ভাদলুরুর বাসিন্দারা আশায় বুক বেঁধেছে যে গ্রামের ক্ষণিকের জন্যে হলেও সেখানে যাবেন। (আরও পড়ুন: বাংলাদেশি হিন্দু নেতা নাকি খুন হননি, দাবি পুলিশের, তাহলে কীভাবে মারা গেলেন ভবেশ?)
আরও পড়ুন: তলোয়ার হাতে ভারতে আসার বিমানে উঠল জেডি ভান্সের সন্তানরা, দেখুন কিউট ভিডিয়ো
আরও পড়ুন: পাকিস্তানি হিন্দু মন্ত্রী খেয়াল দাসের ওপর হামলা,সেন প্রধানের বিদ্বেষ ছড়ানোর ফল?
এই নিয়ে ভালদুরু গ্রামের বাসিন্দা বদ্রিনাথ বলেন, 'আমরা জানতে পেরেছি যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার স্ত্রী ঊষা ভান্স ভারত সফরে আসছেন। আমরা আন্তরিকভাবে আশা করি তাঁরা ভাদলুরুতে আসবেন। এখানে তাঁর (ঊষা ভ্যান্স) পূর্বপুরুষরা একসময় থাকতেন। প্রায় আশি বছর আগে, তাঁর পরিবার গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তাঁদের মাধ্যমে অনেক বাসিন্দা শিক্ষা লাভ করেছিল। আমরা মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর কাছে আবেদন করছি যেন তিনি রাজ্য এবং আমাদের গ্রামে তাঁদের (ভান্স দম্পতি) সফরের ব্যবস্থা করেন।' ভাদলুরু গ্রামের বাসিন্দা পিভি রামানাইয়া বলেন, '...আমরা জানতে পেরেছি যে ঊষা গারু দিল্লিতে আসছেন... আমরা আশা করছি তিনি এখানে আসবেন, তাঁর পৈতৃক গ্রাম। আমরা তাঁর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি...' (আরও পড়ুন: ভারতীয় পোশাকে ‘মামাবাড়িতে’ ঊষার ৩ সন্তান, জেডি ভান্সদের স্বাগত জানালেন বৈষ্ণব)
জানা যায়, ঊষা ভান্সের বাবা কৃষ চিলুকুড়ি রাধাকৃষ্ণান চেন্নাইতেই বড় হয়েছিলেন, পরে তিনি আমেরিকায় চলে যান পড়াশোনার জন্য। যদিও পরবর্তীকালে ঊষা ভান্স কখনওই ভারতের সেই গ্রামে যাননি, তবে তাঁর বাবা কয়েক বছর আগে একবার গিয়েছিলেন সেখানে। ঊষার বাবা একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার এবং মা লক্ষ্মী একজন বায়োলজিস্ট। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে আছেন। তাঁরা দু'জনেই মার্কিন নাগরিক। এই আবহে তাঁদের সন্তান ঊষাও মার্কিন নাগরিক। তবে তাঁর নাড়ির যোগ রয়েছে এই ভাদলুরুই সঙ্গে।
উল্লেখ্য, '১ নং, অবজারভেটরি সার্কেলের' প্রথম হিন্দু বাসিন্দা হলেন ঊষা ভান্স। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট নিয়ে অনেক জল্পনা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি তাঁর ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হিসাবে বেছে নিয়েছিলেন জেডি ভান্সকে। এদিকে নিজের রাজনৈতিক উত্থানের নেপথ্যে তাঁর স্ত্রীর অবদান প্রথম থেকেই স্বীকার করে এসেছেন জেডি ভান্স।
ঊষা চিলুকুড়ি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি করেছেন। ঊষা চিলুকুড়ি ভান্স ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রযুক্তি জার্নালের ম্য়ানেজিং এডিটর এবং ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভলপমেন্ট এডিটর হিসাবে কাজ করেছেন। এদিকে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন। ২০১৪ সালে কেন্টাকিতে জেডির সঙ্গে বিয়ে হয়েছিল ঊষার। এদিকে শুরুতে ২০১৪ পর্যন্ত ঊষা রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিলেন। পরে ২০২২ সালে তিনি রেজিস্টার্ড রিপাবলিকান হন। এদিকে স্ত্রীর হিন্দু ধর্মে বিশ্বাসই তাঁকে এই স্থানে পৌঁছে দিয়েছেন বলে মনে করেন জেডি ভান্স। দীর্ঘদিন আইনি বিভাগে কাজ করেছেন ঊষা। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জন রবার্টস এবং বিচারপতি ব্রেট কেভানার অধীনেও কাজ করেছেন ঊষা।