বেশকিছুদিন ধরেই চর্চায় রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। নববর্ষেই অভিনেতা-বন্ধু সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু। নাম রেখেছেন, ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’ (Why So Serious Films)। যে সংস্থার সঙ্গে জুড়ে রয়েছেন খোদ মহেশ ভাট-এর মতো ব্যক্তিত্বও। আর এবার রোহিত শেট্টি পিকচার্স ব্যানারের সঙ্গেও জুড়ে গেল যিশুর নাম।
ঠিক কী ঘটেছে?
যিশু সেনগুপ্তর সোশ্যাল মিডয়ায় একটা ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রোহিত শেট্টির ব্য়ানারে রয়েছে তাঁর নাম। সঙ্গে লেখা 'All The Best Boss' (অল দ্যা বেস্ট বস)। যিশুর এই পোস্টের পরই নেটদুনিয়ায় চর্চার কারণ হয়ে উঠেছেন তিনি। নেটিজেনদের অনেকেই মনে করছেন, রোহিত শেট্টির থ্রিলারে দেখা যেতে চলেছে তাঁকে। তবে এবিষয়ে এর থেকে বেশিকিছু খোলসা করেননি যিশু সেনগুপ্ত, কিংবা রোহিত শেট্টিও এটা নিয়ে কোনও মন্তব্য করেননি।

তবে বলিপাড়ায় কানঘুযো খবর রোহিত শেট্টি পিকচার্সের সঙ্গে নাকি জোট বেঁধে কাজ করতে চলেছে যিশুর সংস্থা। তবে এবিষয়ে কোনও প্রোজেক্টের কথা যিশু, সৌরভ বা রোহিতে কেউই কিছু ঘোষণা করেননি। তবে অভিনেতা যে টলিউড এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই জমিয়ে কাজ করছেন তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।
তবে কিছুদিন আগে যিশু সেনগুপ্ত তাঁর নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’ প্রসঙ্গে বলেন, ‘সৌরভ ও আমি দুজনেই একটা প্রোডাকশন হাউস খুলেছি৷ সৌরভই প্রস্তাব দেয়। দুজন অভিনেতা এক জায়গায় এলে ফ্রিকশন তৈরি হতে পারে। কোথায় সমস্যা হতে পারে তা নিয়েও বিস্তর আলোচনা করেছি। সৌরভ স্পষ্ট জানে ও জীবন থেকে কী চায়! আমাদের লক্ষ্য এক, তবে পদ্ধতি আলাদা। আমাদের প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। প্রথমে ভেবেছিলাম জোকার বা ওরকম কিছু রাখবো। তারপর জোকারের প্রিয় সংলাপ ‘হোয়াই সো সিরিয়াস’ মাথায় রেখেই এই নামকরন করা হয়।’
এদিকে এই একই বিষয়ে সৌরভ দাস বলেন, ‘সব ছবিতে যে আমি বা যিশুদা থাকব, এমন নয়। কনটেন্টের উপর নির্ভর করবে কাস্টিং। আমরা চেষ্টা করব নতুনদের কাজ দেওয়ার, নতুনদের সুযোগ দেওয়ার। আমরা সব কিছু তৈরি করতে চাই। ফিল্ম, ওটিটি, মিউজিক ভিডিয়ো, সব। দর্শকদের ভালো কনটেন্ট উপহার দিতে চাই।’