বাংলা নিউজ > ঘরে বাইরে > পুতিনের সঙ্গে বন্ধুত্বই কি কাল! পাকিস্তানে ইমরানের সরকারের পতনের নেপথ্যে আমেরিকা?
পরবর্তী খবর
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে তীব্র সংশয়। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইতিমধ্যেই ইমরানের বিরুদ্ধে পেশ হয়েছে অনাস্থা প্রস্তাব। সংখ্যার নিরিখে ইমরানের গদি বাঁচানোর কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না পাক রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের দলেরই সদস্যরা বিদ্রোহ ঘোষণা করেছেন ইমরানের বিরুদ্ধে। সরিকরা ইমরানকে ছেড়ে নাম লিখিয়েছেন বিরোধীদের দলে। এই আবহে ইমরান খান অভিযোগ করেছিলেন যে ‘বিদেশি শক্তি’ তাঁর সরকারের পতনের জন্য কলকাঠি নাড়ছে। তাঁর ইঙ্গিত ছিল আমেরিকার দিকে। এই আবহে আমেরিকার তরফে এই বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়া হল।