২০০২ সালে গ্রেফতার হয়েছিলেন প্রদীপ কুমার। বয়স তখন ২৪। বলতে গেলে, ছিলেন সাধারণ এক আইনজীবী। তাঁকে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল, তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন ভারতে বসে। সেই অভিযোগেই বন্দি হন। এরপর মামলা থেকে খালাস হয়ে এবার ৪৬ বছর বয়সে তিনি নিযুক্ত হতে চলেছেন উত্তর প্রদেশের কোর্টের 'জাজ' হিসাবে। তাঁকে নিয়ে সদ্য এক বড়সড় রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
উত্তর প্রদেশের ‘হায়ার জুডিশিয়াল সার্ভিসেস’র ক্যাডার হিসাবে কানপুরের বাসিন্দা প্রদীপ কুমারকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। যে প্রদীপ কুমার এককালে অভিযুক্ত ছিলেন পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে। অভিযোগ ছিল, পাকিস্তানের হ্যান্ডেলারদের কাছে, প্রদীপ টাকার বিনিময়ে সেনা সংক্রান্ত তথ্য পাচার করছেন, বলে। প্রদীপের বিরুদ্ধে চলা যাবতীয় অভিযোগ ২০১৪ সালে খারিজ হয়। তিনি খালাস পান মামলা থেকে। তবে ততদিনে কেটে গিয়েছে দশক। বিচারব্যবস্থায় ভরসা রেখে এক দশকের লড়াই লড়ে গিয়েছেন প্রদীপ। আর সেই বিচার ব্যবস্থাতেই এবার গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন কানপুরের বাসিন্দা প্রদীপ কুমার।
( Tahawwur Rana:মুম্বই হানার ‘ওয়ান্টেড’ তাহাউর রানাকে ধাক্কা দিয়ে SCতে বড় আবেদন মার্কিন সরকারের! ভারতে আনার পথ সহজ হচ্ছে?)
( Vakri Guru and Margi Budh Samasaptak Yog: বক্রী গুরু আর মার্গী বুধ তৈরি করছেন সমসপ্তক যোগ! লাকির লিস্টে কুম্ভ সহ ৩ রাশি)