আজ, মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করেন। তারপরই দেখা যায় অবিজেপি রাজ্যগুলি বঞ্চিত হয়েছে এই বাজেটে। বাংলা, কর্নাটক,পাঞ্জাব তো তালিকাতে রয়েছেই। তার সঙ্গে দেখা যায় তামিলনাড়ুও বঞ্চিতের তালিকায় আছে। আর এই কারণে আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক বয়কট করার কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। নীতি আয়োগের বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নীতি আয়োগের বৈঠক বয়কট করার প্রধান কারণ তামিলনাড়ুকে বঞ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে কিছুই জোটেনি ওই দক্ষিণের রাজ্যের। তাতেই বেজায় চটেছেন এমকে স্ট্যালিন। এই বিষয়ে আজ তামিলনাড়ুর আন্না আরিভালায়াম পার্টি অফিসে বসে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এমকে স্ট্যালিন বলেন, ‘এই বাজেট হতাশাজনক এবং রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। তামিলনাড়ুর মানুষের সঙ্গে দেখা করে তুলে ধরা হবে এই বঞ্চনার কথা। এই সরকার কয়েকটি রাজ্যের ক্ষেত্রে প্রকল্প ঘোষণা করেছে। যাতে সংখালঘু বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকারে টিকিয়ে রাখতে পারে।’
আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেট নিয়ে সংসদে আলোচনা বুধবার, লোকসভায় প্রথম বক্তৃতা করবেন অভিষেক
কেন্দ্রীয় বাজেট ঘোষণা হওয়ার পর এনডিএ সরকারকে তুলোধনা করেছেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর বক্তব্য, ‘যে সব রাজ্যের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে কোনও গ্যারান্টি নেই যে তারা সেটা পাবে। বিজেপি সরকার হয়তো ভুলে গিয়েছে, এভাবেই প্রকল্প ঘোষণা করা হয়েছিল তামিলনাড়ুর জন্য। আর তহবিল দেওয়ার ক্ষেত্রে প্রত্যাখ্যান করা হয়েছিল তামিলনাড়ুকে।’ মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানান, রাজ্যকে বঞ্চিত করার জন্যই ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক বয়কট করা হবে। আর বুধবার সংসদের বাইরে ডিএমকে সাংসদরা প্রতিবাদের আওয়াজ তুলবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর কথায়, ‘কিছুদিন আগে আমি একটা তালিকা বানিয়ে পাঠিয়েছিলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। কোন কোন প্রকল্প এই রাজ্যের জন্য লাগবে তার তালিকা পাঠিয়ে ছিলাম। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সবটাই উপেক্ষা করে গিয়েছেন। দেশের বাজেট সব রাজ্যকে নিয়েই করা হয়। কিন্তু নির্মলা সীতারামন যে বাজেট করেছেন তাতে কোনও বিচার নেই। তামিলনাড়ু শব্দটাই বাজেটে নেই।’