করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার জেরে শনিবার কমপক্ষে ৩৩ টি ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেল। যে তালিকায় বন্দে ভারত এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, ইস্ট-কোস্ট এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন আছে। সেইসঙ্গে রাজধানী এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে (৩ জুন যাত্রা শুরু করা ট্রেন)?
১) ১৫৬৪৪ কামাখ্যা-পুরী: গত বৃহস্পতিবার (১ জুন) যাত্রা শুরু করা ট্রেনকে খড়্গপুর, টাটানগর, রউরকেল্লা, ঝারসুগুড়া, সম্বলপুর, সিঙ্গাপুর রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
২) ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস: যে বিবেক এক্সপ্রেস ১ জুন যাত্রা শুরু করেছে, তা খড়্গপুর, টাটানগর, রউরকেল্লা, ঝারসুগুড়া, সম্বলপুর, সিঙ্গাপুর রোড ঘুরে যাবে।
৩) ১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম: ১ জুন যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তা খড়্গপুর, টাটানগর, রউরকেল্লা, ঝারসুগুড়া, সম্বলপুর, সিঙ্গাপুর রোড ঘুরে যাবে বলে জানানো হয়েছে।
৪) ১২৮২০ আনন্দবিহার টার্মিনাল-ভুবনেশ্বর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস: ২ জুন যে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে, তা নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন গোমো, আনাড়া, চাণ্ডিল, চক্রধরপুর, জারোলি এবং নয়াগঢ় ঘুরে যাবে।
৫) ২২৮১২ নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস: যে রাজধানী এক্সপ্রেস ২ জুন যাত্রা শুরু করেছে; তা গোমো, আনাড়া, চাণ্ডিল, চক্রধরপুর, ঝারসুগুড়া দিয়ে ঘুরে যাবে।
৬) ২২৬১২ নিউ জলপাইগুড়ি-মাদ্রাজ সুপারফাস্ট এক্সপ্রেস: শুক্রবার যে সুপারফাস্ট এক্সপ্রেস যাত্রা শুরু করেছে, সেই ট্রেন আসানসোল, আনাড়া, চাণ্ডিল, সোনগাড়ি, রউরকেল্লা, ঝারসুগুড়া, সম্বলপুর, সিঙ্গাপুর রোড দিয়ে যাবে।