অল্পের জন্য় প্রাণে বাঁচলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। সোমবার হরিয়ানার পানিপতে তাঁর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। জিটি রোডেই ভয়াবহ দুর্ঘটনা। দুমড়ে, মুচড়ে গিয়েছে একটি গাড়ির সামনের অংশ। পুলিশ সূত্রে ও সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর।
সূত্রের খবর, হরিয়ানার চার্জে রয়েছেন বিপ্লব দেব। সেখানেই দলের কাজে গিয়েছিলেন তিনি। তিনি দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন। সমলখা ও পানিপতের মধ্যে এই দুর্ঘটনা। তবে পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
পুলিশ সূত্রে খবর, জিটি রোডে একটি গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। গাড়িটি রাস্তাতেই দাঁড়িয়ে পড়েছিল। আচমকাই বিপ্লব দেবের গাড়িটি গিয়ে অপর গাড়ির পেছনে আঘাত করে। তাতে বিপ্লব দেবের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। তারা কোনও রকমে পরিস্থিতি মোকাবিলা করে। তবে বিপ্লব দেব আপাতত অক্ষতই রয়েছেন। তিনি কোনও আঘাতপ্রাপ্ত হননি বলে খবর।
এদিকে সদ্য ত্রিপুরায় ভোট শেষ হয়েছে। এবার ত্রিপুরাতেও ভোটের অন্য়তম বড় দায়িত্বে ছিলেন বিপ্লব দেব। পাশাপাশি তিনি হরিয়ানাতেও দলের দায়িত্বে রয়েছেন। সেক্ষেত্রে ত্রিপুরায় দলের দায়িত্ব শেষ করেই তিনি হরিয়ানায় চলে এসেছিলেন। সেখানে তিনি মূলত সংগঠনকে জোরদার করার কাজ করেন। সেই দলের কাজেই তিনি এসেছিলেন হরিয়ানায়। কিন্তু পথেই বড় দুর্ঘটনার মুখে পড়ল তার গাড়ি। কিন্তু বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন তারা।